IPL 2025: আগামী ৩ বছরের আইপিএল -এর তারিখ ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড

আইপিএল বা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ হল ভারতের একটি প্রতিযোগিতামূলক টুয়েন্টি২০ ক্রিকেট লিগ। সারাবিশ্বের ক্রিকেটপ্রেমী ভক্তদের কাছে এটি একটি গুরুত্বপূর্ণ খেলা। এবার ভারতীয় ক্রিকেট বোর্ড আগামী তিন বছরের আইপিএল (IPL) –এর তারিখ ঘোষণা করল একসাথে। বোর্ডের মত অনুযায়ী, এর ফলে ক্রিকেটারদের এই খেলায় অংশগ্রহণ অনেক বেশী সুবিধাজনক হবে।

 

হাইলাইটসঃ
১। ২০২৫ সালে আইপিএল শুরু ১৪ মার্চ থেকে
২। এই ম্যাচের ফাইনাল হবে ২৫ মে
৩। ২০২৬ ও ২০২৭ সালের তারিখও জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড

এপর্যন্ত আইপিএল প্রতিযোগিতার ১৬টি মরশুম আয়োজিত হয়েছে। ২০২৫ সালে আইপিএল শুরু ১৪ মার্চ থেকে। এই ম্যাচের ফাইনাল হবে ২৫ মে। তবে শুধুমাত্র আগামী বছর নয়, ২০২৬ ও ২০২৭ সালের ম্যাচের তারিখও জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। নিলামের দু’দিন আগে ঘোষণা করা হয়েছে এই আইপিএল শুরুর দিন।

এর পূর্বে কখনও বোর্ড আগামী ৩ বছরের আইপিএল –এর দিন একসাথে ঘোষণা করেনি। চলতি বছরের আগামী মাসেই জয় শাহ আইসিসির চেয়ারম্যান পদে বসবেন। এর পূর্বে তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব হিসাবে নিযুক্ত ছিলেন। তাই তাঁর পদ পরিবর্তনের আগে আগামী তিন বছরের আইপিএলের দিন ঘোষণা খুবই গুরুত্বপূর্ণ।

২০২৬ সালে আইপিএল শুরু হবে ১৫ মার্চ থেকে। এই টুর্নামেন্টের ফাইনাল হবে ৩১ মে। এর পাশাপাশি ২০২৭ সালে আইপিএল ১৪ মার্চ থেকে শুরু হবে। ফাইনাল হবে ৩০ মে। প্রতি বছরই ফাইনালগুলি রবিবার দেখে রাখা হয়েছে।

অন্যদিকে, আইপিএলের নিলাম হবে ২৪ এবং ২৫ নভেম্বর। এর নিলামের মাধ্যমে প্রতিটি দল নিজেদের দল গঠন করবে। এরপর আগামী দু’বছর মিনি নিলাম হবে। সে কারণে প্রতিটি দল তিন বছরের লক্ষ্য নিয়ে তাদের দল তৈরি করবে। তাই টুর্নামেন্টের তারিখ ঘোষণা এবিষয়ে তাৎপর্যপূর্ণ।

এটা শেয়ার করতে পারো

...

Loading...