ফিফা ফুটবল বিশ্বকাপের রাউন্ড অফ সিক্সটিনের ৬নম্বর ম্যাচে অপ্রত্যাশিত জয় বেলজিয়ামের। জাপানের বিরুদ্ধে ৩-২ গোলে জয় পেল তারা। অবাক করা কান্ড হল জাপান ২-০ গোলো এগিয়ে থেকেও শেষ প্রচন্ড ব্যবধান বজায় রাখতে পারে নি। প্রথমার্ধের খেলা ০-০ থাকলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল পায় তারা। ৪৮ মিনিটের মাথায় হারাগুচির করা গোলে এগিয়া যায় জাপান আর ৫২ মিনিটের মাথায় টাকাশি ইনুয়ের করা গোলে ব্যবধান বাড়িয়ে নেয় তারা। তবে ৬৫ মিনিটের পর থেকে খেলা ধরে নেয় বেলজিয়াম। যার ফলে ৬৯ মিনিটের মাথায় ভার্টোনগেনের অনবদ্য হেডারে ব্যাবধান কমায় বেলজিয়াম। ফের ৭৪ মিনিটের মাথায় ফেল্লাইনির করা গোলো সমতা ফেরায় তারা। খেলা যখন প্রায় শেষের দিকে তখন নাটকিয় কাউন্টার অ্যাটাকে ৯৪ মিনিটের মাথায় চাডলির করা গোলে এগিয়ে যায় বেলজিয়াম। জাপানের পক্ষে ম্যাচে ফেরত আসার আর সময় ছিল না। ৩-২ ব্যবধানেই ম্যচ হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল জাপান। তবে এই ম্যাচের পর প্রশ্ন উঠছে জাপানের ডিফেন্স নিয়ে । ২-০ গোলো এগিয়ে থেকেও ৩-২ গোলে পিছিয়ে পড়ার জন্য সমর্থকরা দায়ী করছে জাপানের ডিফেন্সকে।