লাল ও হলুদ কার্ডের মতন এবার ফুটবলে আসছে নীল কার্ড! জানুন সমস্ত বিষয় বিশদে

এবার ফুটবল খেলায় চালু হচ্ছে নীল কার্ড। হলুদ ও লাল কার্ডের পর এবার ফুটবলে আসতে চলেছে আরও এক নতুন কার্ড। এই নিয়ে ইতিমধ্যেই ফুটবল মহলে শুরু হয়ে গিয়েছে শোরগোল।

ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড থেকে জানা গিয়েছে যে রেফারি কিংবা অন্য কারোর সঙ্গে অসদাচরণ করলে ফুটবলার ও সেই দলের অন্য যে কাউকে দেখানো হবে নীল কার্ড। তবে হলুদ বা লাল কার্ডের সাথে বহু পার্থক্য রয়েছে এই কার্ডের।

চলুন দেখে নেওয়া যাক এই নীল কার্ডের বিষয়।

প্রথমেই জেনে নেওয়া যাক কোন সময়ে দেখানো হবে এই নীল কার্ড? জানা গিয়েছে যে কোনও ফুটবলার রেফারির সঙ্গে খারাপ ব্যবহার করলেই দেখানো হবে এই কার্ডটি। বিভিন্ন ধরণের সময় দেখা যায় যে রেফারির সিদ্ধান্তে খুশি না হয়ে খেলোয়াড়রা নানারকম কটূ মন্তব্য করে বসেন। আর তা ঠেকাতেই এই নতুন কার্ড আনা হচ্ছে বলে মনে করা হচ্ছে। সব দেশের ফুটবল লিগেই নিচের ডিভিশনে শুরুতে দেখা যাবে নীল কার্ডের ব্যবহার।  

তবে প্রিমিয়ার লিগ, লা লিগা, চ্যাম্পিয়নস লিগ সহ বড় লিগগুলোতে এখনও এই কার্ডটা দেখানো হবে না, এমনটাই জানা গিয়েছে। এছাড়া আন্তর্জাতিক পর্যায়েও এই কার্ডের ব্যবহার শুরু করা হবে না।

জানা গিয়েছে যে আপাতত আগামী ২ বছর এই কার্ডটি পরীক্ষামূলকভাবে চালানো হবে। সব ঠিকভাবে চললে আগামী দিনে বড় লিগে দেখা যাবে এই নীল কার্ডের ব্যবহার।

এবার আসা যাক, কোনও ফুটবলার যদি এই নীল কার্ড দেখে তাহলে সে কি শাস্তি পাবেন? জানা গিয়েছে যে, কোনও ফুটবলার নীল কার্ড দেখলে ১০ মিনিটের জন্য মাঠের বাইরে যাবেন। তবে, সাময়িক এই নিষেধাজ্ঞা শেষে আবার মাঠে ফিরতে পারবেন তিনি।

যদি ফেরার পর আবারও নীল কার্ড দেখেন তাহলে সেটা লাল কার্ড হিসেবে গণ্য করা হবে। 

এর আগে হকিতে ব্যবহার হয়েছে সবুজ কার্ড। সেক্ষেত্রেও নিয়মটা অনেকটাই এইরকমই ছিল। ফলে, শুধুমাত্র কার্ডের রঙ বদলে যাচ্ছে ফুটবলে। 

এটা শেয়ার করতে পারো

...

Loading...