রাজ্যের অগ্রগতির লক্ষ্যে সম্প্রতি একাধিক প্রকল্পের উন্মোচন করেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন থেকে গত বুধবার তিনি পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাস পরিষেবা এবং সিএনজি পরিষেবা উদ্বোধন করেন। বায়দূষণের ক্ষেত্রে পরিবেশ এর ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে এই পরিষেবা। এই দিন তিনি রাজ্যের নারীদের জন্য পিঙ্ক ট্যাক্সি প্রকল্পটিরও উদ্বোধন করেন| নারীর ক্ষমতায়নের গতিধারা প্রকল্পের ভিতর এই পিঙ্ক ক্যাবের মহিলা মালিকরা ভর্তুকি পাচ্ছেন দেড়লক্ষ টাকা। যেখানে পুরুষরা পাচ্ছেন একলক্ষ টাকা। নতুন রূপে সাজানো যাদবপুর বাসস্ট্যান্ডে এই উদ্বোধন অনুষ্ঠিত হয় গত বুধবার। পরিবহন উন্নয়নে মহিলারা পশ্চিমবঙ্গ সরকারের সহ সঙ্গী। এই কারণে মহিলা চালিত পিঙ্ক ক্যাব চালু করা হল বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মহিলাদের ক্ষমতায়নের পক্ষে এই উদ্যোগ বিশেষ ভূমিকা রাখবে বলে জানান তিনি। এই উদ্দেশ্যে মহিলাদের দেড়লক্ষ টাকা ভর্তুকি প্রদান করা হবে রাজ্য সরকারের তরফ থেকে। এই পিঙ্ক ক্যাবগুলিতে মহিলা এবং সিনিয়র সিটিজেনরাই ভ্রমণ করতে পারবেন|চালকের আসনেও আসীন হবেন মহিলারাই। যে সব মহিলারা কর্মসূত্রে ক্যাবের অপব্যবহারে অভ্যস্ত তারা এই পরিষেবা সহজে ব্যবহার করতে পারবেন। এ ক্ষেত্রে পিঙ্ক ট্যাক্সি পরিষেবাই তারা বেছে নেবেন রোজকার যাতায়াতে বলে আশা করা যায়।
৮ বি বাস স্ট্যান্ড নতুন করে সাজিয়ে তোলা নিয়ে উদ্বোধনের সময়ে মাননীয় মুখ্যমন্ত্রী জানান, যাত্রীরা নতুন করে সাজানো বাস স্ট্যান্ডের শেডের সুবিধা পাচ্ছে। বসার সুব্যবস্থা, প্রতিটি বাসরুটের আলাদা লেন, বৈদ্যুতিক ঘোষণা ব্যবস্থা, সুলভ শৌচালয়, বিশ্রামাগার-এর ব্যবস্থা করা হয়েছে। এই খাতে প্রায় সাড়ে চার কোটি টাকা খরচ হয়েছে বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়। এই অনুষ্ঠানে পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান মুখ্যমন্ত্রী বাংলাকে নতুনরূপে সাজিয়ে তুলছেন ফলে জনমুখী হচ্ছে গণপরিবহন ব্যবস্থা।