নট -রঙ্গের নবতম প্রযোজনা 'সধবার একাদশী' নাটকের মহড়ায় উপস্থিত ছিল জিয়ো বাংলার সাংবাদিক। সধবার একাদশী নাটকের নির্দেশক সোহান বন্দ্যোপাধ্যায় তাঁদের নতুন নাটকের সম্পর্কে কিছু কথা ভাগ করে নিলেন জিয়ো বাংলার সাথে। ছিল সাক্ষাৎকার ভিত্তিক কথোপকথন।
সাংবাদিক :এই নাটকে আমরা কাদের কাদের অভিনয় করতে দেখছি ?
নির্দেশক :এই নাটকে নিমচাঁদ চরিত্র যেটা বাংলা থিয়েটারে সবথেকে বিখ্যাত চরিত্র সেটা আমি নিজেই করছি। এছাড়া কাঞ্চনের চরিত্রে করছে মৌসুমী সেনগুপ্ত ,অটলের চরিত্রে করছে দেবদাস ঘোষ ,অতলের বাবা জীবনচন্দ্রের চরিত্রে করছে শ্যামল ঘোষ,গোকুলের চরিত্রে করছে সঞ্জীব চক্রবর্তী,রামাণিক্য চরিত্রে অরুন মিত্র,বৈদিকের চরিত্রে সম্বুদ্ধ ব্যানার্জি,ভোলা চরিত্রে দেবাঞ্জন বসু,সৌদামিনী কৌদামিনী অর্থাৎ অতলের বোন ও স্ত্রী এই দুটি চরিত্রে করছেন অনন্যা বোস এবং অর্পিতা ব্যানার্জি,ডেপুটি চরিত্রে অভিনয় করছেন পলাশ দাস,রামবাবুর চরিত্রে করছেন রতন কুমার দাস,একটি হিজড়ের চরিত্রে করছেন অভিজিৎ চক্রবর্তী।
সাংবাদিক :নিমচাঁদ চরিত্র মুখ্য চরিত্র এই চরিত্রে আমরা আগে দেখেছি শিশির ভাদুড়ী,শেখর চট্টোপাধ্যায়ের মতো খ্যাতনামা অভিনেতাদের অভিনয় করতে সেখানে দাঁড়িয়ে আপনি কতটা preparation নিয়েছেন ?
নির্দেশক :প্রথমত শিশিরবাবুর আগে করেছেন গিরিশবাবু। নীলকন্ঠ সেনগুপ্ত করেছেন এঁরা তো প্রবাদপ্রতিম অভিনেতা,বিশাল বড় একটা দায়িত্ব আমার কাঁধে আমি আমার যথাযথ চেষ্টা করবো কারণ একজন অভিনেতা হিসাবে এটা ও তো আমার স্বপ্ন যে আমি এমন একটা চরিত্র করব, যে চরিত্রটা মানুষের মনে গেঁথে যাবে। আমার বাবা করেছেন সুশান্ত বন্দ্যোপাধ্যায় করেছেন নিমচাঁদ চরিত্র, সেই অনবদ্য অভিনয় আমি দেখেছি। আমার ইচ্ছা ছিল আমি এটাকে করব তো সেইটা ভেবে নিয়েই আমি চেষ্টা করছি দেখা যাক না, দর্শকরা বলবেন কতটা পারলাম।
সাংবাদিক :এই নাটকে সঙ্গীত ও আলোর ব্যবহার নিয়ে একটু বলুন।
নির্দেশক :এই নাটকে আমাদের দুটি গান ব্যবহার হয়েছে-একটা দীনবন্ধু মিত্রের লেখাই আছে 'চলল সজনী' গানটা আমি সুর দিয়েছি এবং পুরো আবহটা করছেন স্বপন বন্দোপাধ্যায়, শব্দপ্রক্ষেপন করছেন জয়ন্ত পাল, গানটি গেয়েছেন আমার স্ত্রী মৈত্রেয়ী বন্দ্যোপাধ্যায়। আর একটি প্রচলিত গান আছে সেই সময়কার 'স্বর্গ থেকে সোনার নাগর'এই টিও মৈত্রেয়ী গেয়েছেন সেটা প্রচলিত সুরে। নাচ,choreographyকরেছেন ঐষীকি মাইতি। এই নাটকে আলোর একটা বিশাল ভূমিকা আছে। আলো পরিকল্পনা করছেন সুদীপ কুমার সান্যাল এবং সুমিত চক্রবর্তী। মঞ্চ পরিকল্পনা করেছেন সৌমিক চক্রবর্তী| মঞ্চ নির্মাণ করছেন মদন হালদার।
সাংবাদিক :এটি কে আমরা কবে মঞ্চে দেখতে পাচ্ছি?
নির্দেশক :২৮ সে ফেব্রুয়ারি সন্ধে সাড়ে ছটায় একাডেমি অফ ফাইন্ড আর্টস এ।