কৃষ্ণনগরের গ্রাম থেকে টালিগঞ্জের যাত্রা শুরু করল অভিনেত্রী ঈশানী ঘোষ। জিও জামাই সিনেমার মাধ্যমে টলিউডে ডেবিউ করল এই অভিনেত্রী।
ছোটবেলা বেলা আইপিএস অফিসার হওয়ার স্বপ্ন দেখত ঈশানী। মেয়ে বলে বাড়ি থেকে বাঁধা দেওয়া হয়েছিল সেই সময়। এরপর টিভিতে অভিনেতা-অভিনেত্রীদের দেখে অভিনয় জগতের প্রেমে পরা শুরু। টিভি দেখে অভিনেত্রীদের নকল করতেন ঈশানী। অভিনয়ের জন্যই ডান্স শেখা থেকে শুরু করে কলকাতায় এসে অভিনয় শেখা। বাড়ি থেকে বলা হয়েছিল চার বছরের মধ্যে কিছু করতে না পারলে এই প্রফেশন ছেড়ে দিতে হবে। কিন্তু দমে না গিয়ে চেষ্টা চলতে থাকে তাঁর। চার বছরে না হলেও ছয় বছর পর জিও জামাই এর হাত ধরে আসে প্রথম প্রধান অভিনেত্রী হিসেবে অভিনয়ের সুযোগ। সিনেমায় হিরনের পাশাপাশি রয়েছে রজতাভ দত্ত, বিশ্বজিত চক্রবর্তী,তুলিকা বসুর মত সিনিয়র অভিনেতারা। তা সত্ত্বেও প্রথম ছবিতেই নিজের ছাপ রেখে দিয়েছেন ঈশানী।
ঈশানীর মতে যুদ্ধটা অনেক কঠিন ছিল। কিন্তু প্রথম ছবি করার পর বাড়ির সবাই এখন ঈশানীকে নিয়ে গর্বিত। এই সিনেমার সুবাদে ইতিমধ্যেই টলিউড থেকে আরও কিছু ছবি নিয়ে কথা হচ্ছে তাঁর। তবে দক্ষিণী ইন্ড্রাস্টিতে ইতিমধ্যেই পদার্পণ করে ফেলেছে ঈশানী। দক্ষিণের একটি ধারাবাহিকের প্রধান চরিত্রে ইতিমধ্যেই অভিনয় করা শুরু করে দিয়েছেন। আগামী দশ বছর পরে নিজেকে এক সফল অভিনেত্রী হিসেবে দেখতে চান তিনি। আরও ভাল ভাল কাজ করতে চান যাতে ভবিষ্যতে মানুষ তাকে কাজের মাধ্যমে মনে রাখে।