আন্তর্জাতিক আলোকচিত্র উৎসব

আমরা জানি, একটা ছবি একশ’টা কথার সমান| যাঁরা ছবির ভাষায় নিজেদের মনের কথা ব্যক্ত করেন, তাঁদের মত শিল্পী অবশ্যই সাধারণ মানুষের অনুপ্রেরণা| তাই তাঁদের সেই কাজকে সকলের সামনে মেলে ধরাই হল শিল্পীর সম্মান দেওয়া| এই রকমই আলোকচিত্র শিল্পীদের শিল্পকর্ম সকলের সামনে মেলে ধরতে আয়োজন করা হয় আন্তর্জাতিক আলোকচিত্র উৎস| বুধবার, ভারতীয় জাদুঘরে আনুষ্ঠানিক উদ্বোধন হল এই উৎসবের| চলবে ৬মার্চ অব্দি| ৪০টি দেশের ২৫০জন আলোকচিত্রীদের ছবি নিয়ে কলকাতার ১০টি পরিচিত জায়গায় অনুষ্ঠিত হচ্ছে এই উৎসব| ভিক্টোরিয়া মেমোরিয়াল, ভারতীয় জাদুঘর, জেম সিনেমা, আইসিসিআর, গগনেন্দ্র শিল্প প্রদর্শনশালা, নন্দন, দাগা নিকুঞ্জ, মায়া আর্ট স্পেস, হ্যারিংটন স্ট্রিট আর্ট সেন্টার এবং ইমামি কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটি-এই দশটি জায়গায় চলবে আলোকচিত্র প্রদর্শনী|

      আলোকচিত্র প্রদর্শন ছাড়াও এখানে থাকছে আলোচনা এবং তথ্যচিত্র প্রদর্শন, নবীন আলোকচিত্রীদের জন্য রয়েছে পোর্টফোলিও রিভিউএর সুযোগ| অভিজ্ঞদের কাছ থেকে নবীন আলোকচিত্রীরা জেনে নিতে পারবেন ছবি তোলার নানান খুঁটিনাটি এবং প্রয়োজনীয় বিভিন্ন রকম পরামর্শ| শুধুমাত্র পেশাদার আলোকচিত্রীরাই নয়, এই প্রদর্শনীতে জায়গা পেয়েছে শহরের অনেক নবীন শিল্পী তথা স্কুলপড়ুয়াদের কাজও| উৎসবের অন্যতম উদ্যোক্তা মধুছন্দা সেন জানান, এই প্রদর্শনীর অন্যতম আকর্ষণ, বেশ কিছু অপ্রকাশিত ছবি| থাকছে এই শহরের কিছু প্রবীন আলোকচিত্রীর কয়েক দশকের কাজ| ভারতের প্রথম আন্টার্কটিকা অভিযানের সদস্য সুদীপ্তা সেনগুপ্ত এবং বর্তমানের সাত শৃঙ্গ তথা সাত আগ্নেয়গিরি জয় করা পর্বতারোহী সত্যরূপ সিদ্ধান্তের তোলা আন্টার্কটিকার বেশ কিছু অমূল্য ছবি থাকছে এই প্রদর্শনীর একটি বিভাগে| সত্যজিত রায়, যোগেন চৌধুরী, গনেশ হালুই, বিকাশ ভট্টাচার্য, গৌতম ঘোষ, কুণাল বসু, শান্তনু মৈত্র, পরেশ মাইতি, চিত্রভানু মজুমদারের তোলা ছবি| থাকছে রঘু রাই-এর চোখে কলকাতার পুজো|

    এই রকম বিভিন্ন আলোকচিত্রের ছোঁওয়ায় এই প্রদর্শনী হয়ে উঠছে এক কথায় অনবদ্য| তাই একটু অন্য রকম ফটোগ্রাফি দেখতে হলে অবশ্যই একবার ঢুঁ মারতে হবে এই আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনীতে|

এটা শেয়ার করতে পারো

...

Loading...