বড়বাড়ির আন্তর্জাতিক প্রদর্শনী

বেহালার বড়িশায় সাবর্ণ রায় চৌধুরী বড়বাড়িতে শুরু হল প্রদর্শনী ইতিহাস আসর। আন্তর্জাতিক সেই বার্ষিক প্রদর্শনীটির ১৪তম পর্ব শুরু হল। আর এই প্রদর্শনের উদ্বোধন করলেন জুনিয়ার পি সি সরকার। তবে এবার এই উৎসবের প্রধান বিষয় হল বাংলা সিনেমার ১০০ বছর। জানা গিয়েছে, জাদু সম্রাট পি সি সরকার দেবতার আসন পেয়েছেন তাঁর উত্তরসূরিদের কাছে। এই উৎসবে চুনি গোস্বামী বা সিনিয়র পি সি সরকারের মতো ভিন জগতের তারকারা কীভাবে বাংলা সিনেমায় জায়গা করেছেন, সেসব তথ্য ও নথিকেই সামনে এনেছে সাবর্ণরা। ১৯১৯ সালে ‘বিল্বমঙ্গল'-এর হাত ধরে যে বাংলা সিনেমা পথ চলা শুরু করেছিল, এ বছর তা শতাব্দী পার করছে। বাংলা সিনেমার একশো বছরের পথ চলাকেই উপজীব্য করেছে সাবর্ণ পরিবার

     এই বিষয়ে জানা গিয়েছে, ১৯৩১ সালে প্রথম সবাক বাংলা সিনেমা 'জামাইষষ্ঠী' ইতিহাস তৈরি করে। তার পরিচালক ছিলেন অমর চৌধুরী। তাঁকে কেন্দ্র করে এবার বিশেষভাবে সাজানো হয়েছে আমাদের উৎসব। প্রণব রায় বা সত্য চৌধুরীর মতো শিল্পীরা এই পরিবারের অঙ্গ বলে জানা গিয়েছে। সঙ্গীতজগতে প্রণব রায় যেমন পরিচিত নাম, পরিচালক হিসেবেও তিনি স্বনামধন্য। ১৯৪৯ সালে প্রণব রায় পরিচালিত ‘রাঙামাটি’ সিনেমাটি যথেষ্ট সাড়া ফেলেছিল, যেখানে নায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন সত্য চৌধুরী। সেইসব স্মৃতিকে ফের জীবন্ত করতে চান তাঁরা। এছাড়া বাংলা সিনেমার ১০০ বছরে বিভিন্ন সিনেমার পোস্টার এখানে থাকবে। এছাড়া থাকছে 'অ্যান্টনি ফিরিঙ্গি', 'কবি', 'ডাক্তার ডাম্ব' এবং 'মেবার সিংহাসন' নামে চারটি সিনেমার আসল চিত্রনাট্য। ১৯০৬ সাল থেকে ব্যবহৃত বিভিন্ন ক্যামেরাকে ফিল্মসের সৌজন্যে হাজির করা হচ্ছে। তাছাড়া আছে 'জলসাঘর'  সিনেমায় ব্যবহৃত ক্যামেরাও। এবার উৎসবের অন্যতম আকর্ষণ সিনেমার ১২০টি বুকলেট, যা একসময় সিনেমা হলে বিনাপয়সায় দেওয়া হতো, বা বিক্রি হতো। তবে শুধু সিনেমা নয় এবার থাকছে ইতিহাস এর স্বাদ-ও। মহাত্মা গান্ধীকে কেন্দ্র করে বিশ্বে যত স্ট্যাম্প বেরিয়েছে, তাঁর দেড়শো বছরের জন্মজয়ন্তীতে সেগুলিকে সামনে আনা হয়েছে। আরো জানা যায় যে, আমাদের পরিবারে মহিলারা গত চারশো বছর ধরে যে সিঁদুর কৌটো ব্যবহার করে এসেছেন, তার চোখ ধাঁধানো কালেকশন থাকছে এবার। হাতির দাঁত থেকে শুরু করে সোনা, রুপো, কাঠ, পেতল বা রত্নখচিত সেসব কৌটোর আকৃতি দেখার মতো। এর পাশাপশি থাকছে সাবর্ণ পরিবারের হরেক কোলাজ-চিত্র। আছে প্রয়াত শিল্পী জটিলেশ্বর মুখোপাধ্যায়কে শ্রদ্ধাঞ্জলিভারত ও বাংলাদেশের যৌথ উদ্যোগে প্রথম হাতে লেখা ম্যাগাজিন ‘সপ্তর্ষি’-র ৩০ তম সংখ্যার প্রকাশ হয়েছে এই অনুষ্ঠান থেকেই। এই আন্তর্জাতিক প্রদর্শনীর এবছরের থিম কান্ট্রি জাপান। এই প্রর্দশনী চলবে ৬ ডিসেম্বর পযর্ন্ত।

এটা শেয়ার করতে পারো

...

Loading...