১১ বছরের আইপিএল ইতিহাসে এমন অনেক দল আছে যারা হয়ত তেমন ভাবে প্রদর্শন করতে না পারলেও আইপিএলের আসর মাতিয়ে রাখে। সানরাইজার্স হায়দ্রাবাদ ও তেমনই একটি দল। ২০১৩ সালে প্রথম প্রকাশ ঘটলেও ২০০৯ সালে ডেকান চার্জার্স নামে এই দল খুবই জনপ্রীয় ছিল। আসুন জেনে নিই হায়দ্রাবাদের এই দলের কিছু অজানা তথ্য।
- আইপিএল ইতিহাসে হায়দ্রাবাদ-ই একমাত্র দল যারা দুবার দুটি আলাদা নামে আইপিএল চ্যাম্পিয়ন হয়। ২০০৯ তে ডেকান চার্জার্স ও ২০১৬ তে সানরাইজার্স হায়দ্রাবাদ।
- হায়দ্রাবাদ যে দুইবার চ্যাম্পিয়ন হয়েছে ততবার-ই ফাইনালে প্রতিপক্ষ ছিল ব্যাঙ্গালোর।
- অধিনায়ক ডেভিড ওয়ার্ণার আইপিএল ইতিহাসে একমাত্র ব্যাটসম্যান যিনি সব থেকে বেশিবার ৯০ রানের বেশি করার রেকর্ডের অধিকারী।