আইপিএলে যদি সব থেকে অভিশপ্ত দলের তালিকা তৈরী করতে বলা হয়, তাহলে সেই তালিকার শীর্ষ স্থানে থাকবে রয়্যাল চ্যেলেঞ্জার্স ব্যাঙ্গালোর। তার কারণ প্রতি বছর সব থেকে প্রভাবশালী দল তৈরী করলেও অবশেষে প্লেঅফস-এ কোয়ালিফাই করাটাই হয়ে ওঠে না তাদের। তবে তাই বলে এই নয় যে তারা কোনও রেকর্ডের অধিকারী নয়। তাদের ঝুলিতেও এমন অনেক রেকর্ড আছে যা আর কোনও দলের নেই।
- একবারও চ্যাম্পিয়ন না হতে পারলেও, চেন্নাইয়ের পরে সব থেকে বেশি ফাইনাল খেলার অধিকারী ব্যাঙ্গালোর। ২০০৯, ২০১১ ও ২০১৬ সালের রানার্স আপ তারা।
- আরসিবি আইপিএলের প্রথম দল যারা স্টেডিয়ামে ফ্রি ওয়াই-ফাইয়ের ব্যাবস্থা করে।
- আইপিএল ইতিহাসে সব চেয়ে বেশি রান করার রেকর্ডের অধিকারী তারা। ২০১৩ সালে পুনে ওয়ারিয়ার্সের বিরুদ্ধে ২৬৩ রান করে তারা।
- অধিনায়ক বিরাট কোহলি একটি মরশুমে একাই ৯৩১ রান করে। যা আজ অবধি কেউ ভাঙতে পারে নি।
- আইপিএলে সবচেয়ে বেশি সেঞ্চুরি করার তালিকায় দ্বিতীয় স্থানের অধিকারী ও ব্যঙ্গালোরের অধিনায়ক বিরাট কোহলি।
- ব্যাঙ্গালোর-ই একমাত্র টিম যাদের দুই রকমের অফিশিয়াল জার্সি আছে।