আইপিএল ইতিহাসে মুম্বই ইন্ডিয়ান্স, চেন্নাইয়ের পর সবচেয়ে সফল দল। ২০০৮ সালে মুকেশ আম্বানি প্রায় ১শ, ১২ মিলিয়ন মার্কিন ডলার ব্যয় করে মুম্বই ইন্ডিয়ান্সের ফ্রাঞ্চাইজি কেনে যার ফলে মুম্বই আইপিএলের সবচেয়ে ব্যয়বহুল দল। কিন্তু ব্যয়বহুল হওয়ার পাশাপশি এমন আরও অনেক তথ্য আছে যা হয়ত অনেকেরই অজানা।
- চেন্নাইয়ের পর তারাই আইপিএল একমাত্র দল যারা ৩ বার আইপিএল চ্যাম্পিয়ন (২০১৩, ২০১৫ ও ২০১৭) ও ৪ বার ফাইনাল খেলেছে।
- আইপিএলের পাশাপাশি মুম্বই ইন্ডিয়ান্স ভারতের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ জেতে দুবার। চেন্নাইয়ের পরে এই রেকর্ডের অধিকারী এক মাত্র তারাই।
- কলকাতা নাইট রাইডারের বিরুদ্ধে সব থেকে বেশী বার জয়ের (১৫ বার) রেকর্ডের অধিকারী তারা।
- ভারতের সব থেকে জনবহুল শহর হওয়ার ফলে বাকি দলের তুলনায় টিভিতে তাদের খেলার সবথেকে বেশী দর্শক হয়।