“করবো লড়বো জিতবো রে” বললেই বোঝা যায় কিসের বা কাদের কথা বলা হয়েছে। যাদের থিম সং-এ লড়াকু মনোভাব, তাদের দল কতটা লড়াকু তা আলাদা করে জানতে হয় না। কলকাতা নাইট রাইডার্স, আইপিএল ইতিহাসে সকল সফল দলের মধ্যে একজন। যারা গৌতম গম্ভিরের অধিনায়কত্বে ২০১২ ও ২০১৪ সালে চ্যাম্পিয়ন হয়। এ তো গেল জানা কথা, কিন্তু এর বাইরেও এমন কিছু তথ্য আছে যা হয়ত কেকেআরের কট্টর সমর্থকরাও জানে না। সেইরকমই কিছু তথ্য দেওয়া হল।
- ২০০৮ সালে কলকাতার পারর্ফরম্যন্স ভালো না হলেও সে বছর তারাই ছিল সবচেয়ে লাভজনক দল।
- কেকেআরের মার্কেট ভ্যালু গড়ে প্রায় ৫৭ মার্কিন ডলার যা আইপিএলের তৃতীয় মুল্যবান ফ্রাঞ্চাইজি।
- ২০১৪ সালে কেকেআর-এর চ্যাম্পিয়ন হওয়ার কথা তো সবাই জানেন। কিন্তু এটা কি জানেন সেই বছর টানা ১১টি ম্যাচ অপরাজিত থেকে আইপিএল ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড আছে তাঁদের।
- মনে পড়ে ২০০৮ সালের প্রথম ম্যাচ। যেখানে ব্যাঙ্গালোরকে ১৪০ রানে হারিয়েছিল কলকাতা। আইপিএল ইতিহাসে সেটাই ছিল তৃতীয় সর্বোচ্চ মার্জিনে হার।
- কলকাতাই একমাত্র দল যারা যতবার ফাইনালে উঠেছে ততবার চ্যাম্পিয়ন হয়েছে।