আলা হুইসেল পড়ু

চেন্নাই সুপার কিংস। আইপিএলের সবচেয়ে সফল দল। ১১ বছরের ইতিহাসে যারা তিনবার চ্যাম্পিয়ন এবং ৭বার ফাইনাল খেলেছে। যে রেকর্ড আর কোনও দলের নেই। তবে চ্যাম্পিয়ন হওয়ার বাইরেও এমন কিছু তথ্য আছে যা হয়ত সকলের জানা নেই । সেই তথ্যগুলির ওপর দৃষ্টিপাত করা যাক।

  • একটি মরশুমে সবকটি হোম ম্যাচ জেতার রেকর্ডের অধিকারী চেন্নাই। ২০১১ সালে সবকটি হোম ম্যাচ জেতে তারা।
  • খেলার মাঠে সৌজন্য বোধ বজায় রাখার জন্য ১১ বছরের আইপিএল ইতিহাসে ৬বার ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পেয়েছে চেন্নাই সুপার কিংস। যে রেকর্ড আর কনও দলের নেই।
  • চেন্নাই একমাত্র দল যারা পর পর দুবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে। ২০১০ সাল ও ২০১১ সাল, এই দুবছরই তারা চ্যাম্পিয়ন হয়।
  • ১১ বছরের আইপিএলের ইতিহাসে চেন্নাই সুপার কিংস একমাত্র দল যাদের অধিনায়ক কখনও বদলায় নি। ২০০৮ সাল থেকে ২০১৮ সাল অবধি ধোনি দলের অধিনায়কত্ব করে গেছে।
  • ১৪২ টি ম্যাচের মধ্যে ৯০টি জিতে জয়ের হার গড়ে ৬১.৫৬। যা আইপিএল ইতিহাসে আর কোনও দলের নেই।

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...