প্লাস্টিকের বদলে বিজ্ঞাপনে ‘চট’ আনতে চলেছে রাজ্য

 আগামীকাল অর্থাৎ মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মবার্ষিকী থেকে দেশ জুড়ে পলিথিন, ক্যারিব্যাগ, স্ট্রয়ের মতো অতিব্যবহৃত প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে চলেছে কেন্দ্র সরকার। এক ধাপ এগিয়ে গোটা রাজ্যকে প্লাস্টিক হোর্ডিং-ব্যানার মুক্ত করার পরিকল্পনায় রয়েছে রাজ্য সরকার। রাজ্য জুড়ে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, পুরসভা, পঞ্চায়েত হোর্ডিং ও ব্যানারের মাধ্যমে সাধারণ মানুষের জন্য যে সমস্ত প্রচার কর্মসূচি চালানো হয়, সেখানে খুব শীঘ্রই প্লাস্টিকের বদলে চটের ব্যবহার দেখতে পাওয়া যাবে। এই প্রক্রিয়া কার্যকর হলে রাজ্যের ভগ্নপ্রায় চট শিল্পও মাথাচাড়া দিয়ে দাঁড়াবে বলে মনে করা হচ্ছে।

এখনও পর্যন্ত রাজ্যে যে ৩-৪টি চটকল চটের উপর ল্যামিনেশন করার মেশিন বসিয়েছে তাদের মধ্যে অন্যতম গ্লস্টার জুট মিলসরাজ্য সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়ে জুটমিলের কর্ণধার হেমন্ত বাঙ্গুর জানিয়েছেন, ল্যামিনেট করা চট সম্পূর্ণভাবে বায়োডিগ্রেডেবল। শুধু কলকাতাতে চটের হোর্ডিং, ব্যানার বাধ্যতামূলক করলে সামগ্রিকভাবে বছরে অন্তত ১০০ কোটি টাকার ব্যবসা বাড়বে রাজ্যের চটশিল্পের।

তবে তুলনামূলকভাবে প্লাস্টিকের থেকে চটের দাম বেশী হওয়ায় সমস্যা দেখা দিয়েছে। এই অবস্থায় চটের ব্যানার বাধ্যতামূলক করা হলে বিজ্ঞাপনদাতারা কি কিনবেন, এ নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে বিজ্ঞাপন সংস্থা কারুকৃৎ-এর ডিরেক্টর কেষ্ট সাহার বক্তব্য, এখন কলকাতা শহরে প্লাস্টিক ব্যানার, হোর্ডিং-এর ব্যবসা ৫০ কোটি টাকার মতো। প্লাস্টিকের বদলে চট চালু হলে আমরা চটেরই হোর্ডিং, ব্যানার লাগাব। তার জন্য বাড়তি খরচ আমরা যে সংস্থা বিজ্ঞাপন দিচ্ছে তাদের থেকে সংগ্রহ করব। পরিবেশ বাঁচাতে প্লাস্টিকের বদলে চট ব্যবহারের পরিকল্পনা অত্যন্ত সাধু উদ্যোগ।

রাজ্য প্রশাসনের এক পদস্থ কর্তার মতে, পশ্চিমবঙ্গের তিন-চারটি চটকল ইতিমধ্যেই চটের উপর ল্যামিনেশন করার মেশিন বসিয়েছে। ফলে ব্যানার, হোর্ডিং-এ প্লাস্টিকের বদলে ওই ল্যামিনেটেড চট ব্যবহারে ঔজ্জ্বল্য, দৃশ্যমানতা কিছুই কমবে না। আপাতত আমরা শুধুমাত্র সরকারি হোর্ডিং, ব্যানারে চট ব্যবহারের পরিকল্পনা করেছি। প্রত্যাশিত সাফল্য পেলে ভবিষ্যতে বেসরকারি এজেন্সিগুলিকেও প্লাস্টিকের বদলে চট ব্যবহার করতে বলা হবে।

রাজ্য সরকারের এই উদ্যোগকে স্বাগত জানালেও প্রয়োজন মতো ল্যামিনেটেড চটের জোগান নিয়ে সংশয় প্রকাশ করছেন একাধিক বিজ্ঞাপন বিশেষজ্ঞ। কারণ, নয়া পণ্য উৎপাদনের সাথে এখনও পা মেলায়নি অধিকাংশ চটকল। বিজ্ঞাপন বিশেষজ্ঞ অনুরাগ হীরার মন্তব্য, প্লাস্টিকের বদলে চট, কাপড়ের ব্যবহার অত্যন্ত ভালো। কারণ, এগুলি বায়োডিগ্রেডেবল। তবে হোর্ডিং-ব্যানার বানাতে যে পরিমাণ প্লাস্টিক ব্যবহার হয়, সেই পরিমাণ ল্যামিনেটেড চট সরবরাহ মিলবে কিনা সেটাই এখন দেখার।

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...