দেশ জুড়ে লাগু হওয়া নতুন ট্র্যাফিক আইন নিয়ে ইতিমধ্যেই জল্পনা চলছে নানা মহলে। বড় অঙ্কের জরিমানা নিয়ে প্রশংসার পাশাপাশি নিন্দাও চলছে বিভিন্ন স্তরে। এ অবস্থায় দাঁড়িয়ে এক অভিনব পদক্ষেপ গ্রহণ করলো হায়েদ্রাবাদ ট্র্যাফিক পুলিশ। জরিমানা তো নয়ই, চালান বা লাইসেন্স বাজেয়াপ্ত করার পরিবর্তে আইনভঙ্গকারীদের হেলমেট উপহার দিচ্ছেন হায়দ্রাবাদ ট্র্যাফিক পুলিশ বিভাগ। সদ্য প্রশিক্ষন প্রাপ্ত বাইক চালকেরাই এই ধরণের ভুল করে থাকেন, তাই তাদের শিক্ষা দিতেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানা যাচ্ছে।
হায়দ্রাবাদের তিনজন পুলিশ কমিশনারের মধ্যে একজন এন দিব্যচরণ রাও। এই অভিনব উপায়টি মূলত তাঁরই চিন্তাপ্রসূত। তাঁর নির্দেশেই গত ১৪ই সেপ্টেম্বর থেকে এই নতুন সিদ্ধান্তটি কার্যকর করা হয়েছে। তবে সব ক্ষেত্রেই নয়, শুধুমাত্র হেলমেট, ড্রাইভিং লাইসেন্স, পলিউশন সার্টিফিকেট ও ইন্সিওরেন্স-এর মতো নথি না থাকলে এই আইন কার্যকর হবে বলে স্থির করেছে হায়দ্রাবাদ ট্র্যাফিক পুলিশ।
এ বিষয়ে বিবৃতি দিতে গিয়ে ডিসিপি রাও জানিয়েছেন, ট্র্যাফিক আইন লঙ্ঘন করে ধরা পড়লে নিয়মভঙ্গকারীদের বিভিন্ন সরকারি ওয়েবসাইট থেকে লাইসেন্স, পলিউশন সার্টিফিকেট সংগ্রহ করার ব্যাপারে পরামর্শ দিচ্ছেন কর্মরত পুলিশকর্মীরা। ৫০০০ টাকার জরিমানার পরিবর্তে তেলেঙ্গানা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের ই-পোর্টাল থেকে লার্নার লাইসেন্স সংগ্রহ করার পরামর্শ দেওয়া হচ্ছে।
নতুন আইন অনুযায়ী বিনা নথিতে ধরা পড়লে যেখানে ৫০০০ টাকার জরিমানার স্পষ্ট উল্লেখ করা রয়েছে, সেখানে মাত্র ৪০-৬০ টাকার বিনিময়ে অন স্পট তাদের পলিউশন সার্টিফিকেট প্রদান করছে পুলিশ। সঙ্গে ইন্সিওরেন্সের কাগজ না থাকলে অনেক ক্ষেত্রে পুলিশকর্মীরা নিজেরাই উদ্যোগ নিয়ে সরকারি বিমা সংস্থাগুলির সাথে যোগাযোগ করে যত দ্রুত সম্ভব কাগজপত্র প্রস্তুত করার আবেদন জানাচ্ছেন।
“কেন্দ্রের পক্ষ থেকে ট্র্যাফিক জরিমানার নতুন অঙ্ক ধার্য করা হলে তা নিয়ে অজস্র জলঘোলা হয় দেশ জুড়ে। বেশিরভাগ মানুষই বিষয়টিতে পুলিশকে দুষছেন। পান থেকে চুন খসলেই যে পুলিশেরা বড় অঙ্কের জরিমানা বাবদ নাগরিকদের হেনস্থা করার জন্য বসে থাকে, এমন বহু অভিযোগ পেয়েছি আমরা। এই চিন্তাধারার বদল ঘটাতে চেয়েছিলাম আমরা, তাই এই সিদ্ধান্ত,” বলছেন এক পুলিশ আধিকারিক।
ট্র্যাফিক আইন সম্বন্ধে নতুন চালকদের সচেতন করতে আরও কয়েক ধাপ এগিয়ে রয়েছেন তাঁরা। নতুন চালকদের জন্য সেখানকার ট্র্যাফিক জংশনগুলিতে হেলমেট রাখার ব্যবস্থা করা হয়েছে, বিনা হেলমেটে সওয়ারির অপরাধে ১০০০ টাকার জরিমানার পরিবর্তে ৮০০ টাকার বিনিময়ে সেখান থেকে হেলমেট কিনে নিতে পারবেন চালকেরা।