একটা ফোন কল বদলে দিয়েছিল গোবরডাঙার মেয়ে ঈশানী কুণ্ডুর গোটা জীবন!

ছোট থেকেই শান্তশিষ্ট ঈশানী। মধ্যবিত্ত পরিবারে বড় হওয়া‌। পড়াশোনার পাশাপাশি শিল্পচর্চার দিকে মেয়ের মন ছিল ছোট্টবেলা থেকেই। নাচ শেখা, থিয়েটারে অভিনয়, মডেলিং-এর মতো শখগুলো নিজের অন্তরে ছোট-ছোট ঘরের মতো করেই সাজিয়ে তুলছিল ঈশানী। প্রথাগত চাকরির পথে কখনই যাওয়ার কথা ভাবেননি গোবরডাঙ্গার মেয়ে ঈশানী কুণ্ডু।
যখন কলেজের ক্লাসমেটের সঙ্গে প্রেম এবং তারপর বিয়ের মতো সিদ্ধান্তে পৌঁছয় সেই হবু জীবনসঙ্গীও ঈশানীকে শিল্পচর্চা করার জন্যই সাহস জুগিয়েছিল। ‘প্রথাগত চাকরি বা রোজগার জন্য নয়, তোমার দরকার শিল্পের সঙ্গে আত্মীয়তা'। স্বামী সবসময় পাশে ছিলেন।

পরিবার নিয়ে সুখেই কাটছিল জীবন। ছেলেকে বড় করতে আর নিজের শখ প্রতিপালন করতেই দিনের বেশিরভাগ সময়ে ব্যয় করতেন ঈশানী কুণ্ডু। এমন নিস্তরঙ্গ, নিরুদ্বেগ জীবনে নেমে আসে একটা গাঢ় অন্ধকারের দিন। একটা ফোন এসেছিল একটু আগে। বিয়েবাড়ি যাওয়ার কথা ছিল স্বামী-স্ত্রীর। ট্রেনে উঠে ঈশানীকে ফোন করে তার স্বামী বিপ্রদীপ সরকার। "রেডি হও, আমি আসছি।" এই চারটি শব্দই শেষবার স্বামীর মুখে শুনতে পেয়েছিলেন ঈশানী কুণ্ডু।

এই ফোন কলটার পরে আরেকটা ফোন আসে ঈশানীর ফোনে। অচেনা নম্বর। বিপ্রদীপ সরকারের মারাত্মক দুর্ঘটনা ঘটেছে, প্ল্যাটফর্মে পড়ে গিয়ে সে গুরুতর আহত। হাসপাতালে দ্রুত পৌঁছতে বলে ঈশানীকে। ট্রেনের পাদানি এবং প্ল্যাটফর্মের মাঝের ফাঁকটা বড্ড বেশি ছিল সেদিন, সেই ফাঁক গলেই বোধহয় ঈশানীর জীবনের আলোমাখা দিনগুলো সব পড়ে যায়। হাসপাতালে যখন ঈশানী পৌঁছয় স্বামী মৃত। প্রত্যক্ষদর্শীরা জানায় দুর্ঘটনা ঘটার পর খানিকক্ষণ প্রাণ ছিল বিপ্রদীপের। কয়েকটা কথাই উচ্চারণ করতে পেরেছিলেন তিনি, "আমার ছেলেটা ছোট্ট, ওর কী হবে?" মৃত স্বামীর শরীরের সামনে এক ফোঁটা চোখের জল ফেলেননি ঈশানী। জানতেন আসল লড়াই অপেক্ষা করে রয়েছে এখন থেকে।

ঈশানীর বাবাও ততদিনে পৃথিবী থেকে চলে গিয়েছেন। এমনকী ঈশানীর শাশুড়িও তাঁর বড় ছেলেকে কয়েক মাস আগেই হারিয়েছেন। ঈশানী এবং তার সন্তান যেন সকলের কাছে একটা আশার প্রদীপ।

নিজের নাচ এবং থিয়েটারে অভিনয় করে কিছু টাকা রোজগার করা ছিল ঈশানির। জীবনকে একটা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে ঈশানী রুপোর গয়নার ব্যবসা শুরু করে। প্রথমদিকে পুঁজি একেবারে কম ছিল, তাই উত্তর কলকাতার একটি নির্দিষ্ট অঞ্চল থেকে রুপো নিজেই কিনে এনে তা দিয়ে গয়না বানাতে শুরু করে ঈশানী। শিল্পী মন ঈশানীর, অভিনব ডিজাইন উদ্ভাবন করতে থাকে সে নিজের গয়নায়। ঈশানীর গয়নায় সেজে উঠতে থাকে অসংখ্য মেয়ে।

ঈশানী কুণ্ডু তবে বারবার স্বীকার করে নেন তাঁর পরিবারের অবদানের কথা। ব্যবসার জন্য যখন নানা দিকে ঘুরতে হতো ছোট্ট ছেলেকে শান্তিতে রেখে আসতে পারত নিজের মা বা শাশুড়িমার কাছে। সেদিন জীবনের চোখে রেখে ঈশানী দাঁড়াতে পেরেছিলেন বলে আজ নিজের পরিবারের মানুষদের সে আলো দেখাতে পেরেছে। অন্ধকারে ডুবে থাকা এমন অনেক মানুষের কাছে ঈশানী কুণ্ডু দৃষ্টান্ত।

এটা শেয়ার করতে পারো

...

Loading...