'ইন্সপায়ারিং ডার্মাটোলজিস্ট অ্যাওয়ার্ড অফ ইন্ডিয়া' পুরস্কারে সম্মানিত ডাঃ কৌশিক লাহিড়ী

ঈশ্বর আছে কী না, তা হয়তো বলা মুশকিল। কিন্তু ঈশ্বরের দেখা না মিললেও দেখা মিলবে ঈশ্বররূপী চিকিৎসকদের। যারা  রোগ, জরা, যন্ত্রণার সঙ্গে নিত্য লড়াই করে মানুষকে জীবনে ফেরান। ভারতীয় চিকিৎসা জগতে এমনই এক নাম চর্মরোগ বিশেষজ্ঞ ডাঃ কৌশিক লাহিড়ী। পয়লা জুলাই ছিল জাতীয় চিকিৎসক দিবসে 'ইকোনমিক টাইমস'র  তরফে 'ইন্সপায়ারিং ডার্মাটোলজিস্ট অ্যাওয়ার্ড অফ ইন্ডিয়া'  পুরস্কারে সম্মানিত করা হল চিকিৎসক ডাঃ কৌশিক লাহিড়ীকে।

প্রাক্তন আইপিএস অফিসার কিরণ বেদী পুরস্কার তুলে দেন তাঁর হাতে। দীর্ঘ ৩৩ বছরের চিকিৎসক জীবন তাঁর। তার মধ্যে ২৭ বছর ত্বক বিশেষজ্ঞ হিসেবে ।

বর্তমানে তিনি 'অ্যাপলো মাল্টিস্পেশালিটি হাসপাতাল'-এর ডার্মাটোলজি বিভাগের চিকিৎসক ও অধ্যাপক। এই মুহূর্তে তিনি 'ইন্টারন্যাশনাল সোশ্যাইটি অফ ডার্মাটোলজি'র ডিরেক্টর, 'ইন্ডিয়ান জার্নাল অফ ডার্মাটোলজি'র এমেরিটাস এডিটর। একসময় এই জার্নাল টির সম্পাদনা এবং 'অ্যাসোসিয়েশন অফ কিউটেনিয়াস সার্জনস'(Association of Cutaneous Surgeons of India)-এর প্রেসিডেন্ট পদের গুরুদায়িত্ব সামলেছেন।

দেশের পাশাপাশি আন্তর্জাতিক চিকিৎসা ক্ষেত্রেও তিনি বিশিষ্ট নাম। গ্লাসগো, এডিনবরা ও লন্ডনের তিনটি রয়েল কলেজের ফেলো তিনি। এছাড়াও বহু আন্তর্জাতিক সংগঠনের সদস্য তালিকায় নাম রয়েছে তাঁর। চিকিৎসা ক্ষেত্রে অবদানের জন্যেই এই বিশেষ পুরস্কারটি তুলে দেওয়া হয়েছে তাঁর হাতে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...