আবারও জয় অধরা ভারতের

ইন্জুরি টাইমে ডোঙ্গেলের গোলে মানরক্ষা হল ভারতীয় ফুটবল দলের। বৃহস্পতিবার তজকিস্তানে সেন্ট্রাল রিপাবলিকান স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে ১-১ ড্র করে ফিফা বিশ্বকাপ কোয়ালিফায়ার্সের পরবর্তী রাউন্ডের দৌড়ে টিকে রইল সুনীল ছেত্রীরা। 

প্রথমার্ধের শুরু থেকেই কার্যত বলা যায় ব্যাকফুটে ছিল ভারত। আফগানিস্তানের আক্রমণের জবাব দেওয়া ছাড়া কোনও রাস্তা খুঁজে পাচ্ছিল না ‘ব্লু টাইগার্স’- রা।  আফগানিস্তানের মাঝ মাঠে গিয়ে বার বার প্রতিহত হচ্ছিল সুনীল ছেত্রী অ্যান্ড কো। তবে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে জেলফাগার নাজারীর গোলে এগিয়ে যায় আয়োজকরা।১-০ পিছিয়ে থেকেই শেষ হয় প্রথমার্ধ।  দ্বিতীয়ার্ধের শুরুতেও খেলার মানচিত্রের কোনও পরিবর্তন না হলেও, ৭০ মিনিটের পর থেকে খেলার ধরণ পাল্টে ফেলেন ভারতীয় কোচ ইগোর স্টিম্যাচ। পরিবর্তীত খেলোয়াড় হিসাবে সাইমিল্নে ডোঙ্গেল আসতেই আক্রমণে চাপ বাড়াতে থাকে ভারত। এককথায় আফগানিস্তানকে কার্যত রক্ষনশীল হতে বাধ্য করে ভারত। তবে সেই আক্রমণের ফলাফল আসে খেলা শেষ হওয়ার দুই মিনিট আগে, যখন ডোঙ্গেলের হেডারে গোল পায় ভারত। চার ম্যাচে ৩ পয়েন্ট পেয়ে আপাতত লিগ টেবিলে চতূর্থ স্থানে থাকলেও, এখনই বিদায়ের ঘন্ট বাজে নি সুনীল ছেত্রীদের। কোনওরকমে তৃতীয় স্থানে থাকতে পারলেই পরবর্তী রাউন্ডে যাওয়ার সুযোগ থাকবে তাদের।

এটা শেয়ার করতে পারো

...

Loading...