১৯ এপ্রিল শেষ হয়েছে লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট। এবার পালা দ্বিতীয় দফার। আগামী শুক্রবার অর্থাৎ ২৬ এপ্রিল দ্বিতীয় দফার ভোট রয়েছে দেশে।
এবার ভোট চলাকালীন ভোটারদের বিশেষ ‘পুরস্কার’দেওয়ার সিদ্ধান্ত নিল মধ্যপ্রদেশের ইনদওর জেলা প্রশাসন। কী সেই পুরস্কার?
জানা গেল সকাল সকাল ভোট দিতে গেলেই ভোটারদের হাতে দেওয়া হবে আইসক্রিম। শুধু তাই নয়, খাবারের তালিকায় রয়েছে পোহা, জিলিপি, চাউমিন আবার মাঞ্চুরিয়ানও। এই সমস্ত খাবার পাবেন বিনামূল্যে। তবে, এই খাবার পাওয়ার জন্য বিশেষ শর্ত রাখা হয়েছে।
কিন্তু কেন এই বিশেষ ‘পুরস্কার’-এর আয়োজন করা হয়েছে?
আগামী ১৩ মে অর্থাৎ মঙ্গলবার ইনদওরে রয়েছে ভোট। সেখানে ভোটিং তালিকায় রয়েছে ২৫.১৩ লক্ষ ভোটারের নাম। এর আগে অর্থাৎ ২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময় ইনদওর লোকসভা কেন্দ্র থেকে ৬৯ শতাংশ মানুষ ভোট দিয়েছিলেন। আর এই বছরে সেই ভোটদানের হার অনেকটাই বৃদ্ধি পায়। ফলে, সে কারণেই এই বিশেষ ‘পুরস্কার’-এর ঘোষণা করেছে জেলা প্রশাসন।
এই বিষয়ে জেলাশাসক আশিস সিংহ জানিয়েছেন যে সকাল ৭টা থেকে ৯টার মধ্যে ষাটোর্ধ্ব প্রার্থীরা এবং যাঁরা প্রথম বার ভোট দিচ্ছেন তাঁদেরকে বিনামূল্যে পোহা এবং জিলিপি দেওয়া হবে। ইনদওরে যে কোনও নামী খাবারের দোকানে গেলেই তাঁরা এই ‘পুরস্কার’ পেয়ে যাবে। এছাড়া ভোট দেওয়ার পর কালির দাগ দেখালেই ভোটারদের এই খাবার দেওয়া হবে বিনামূল্যে। তিনি জানিয়েছেন যে শুধু পোহা এবং জিলিপি নয়, এদিন ওই দুই খাবারের সঙ্গে দেওয়া হবে আইসক্রিমও।
এখানেই শেষ নয়, জানা গিয়েছে যে সকাল ৭টা থেকে ৯টার মধ্যে যে কোনও ভোটার ভোট দিলেই তাঁদের বিনামূল্যে দেওয়া হবে চাউমিন এবং মাঞ্চুরিয়ান।