যানজটের হাত থেকে বাঁচতে বানালেন হেলিকপ্টার

প্রত্যেক দিন যানজটে নাকাল হয়ে অফিস যেতে যেতে বিরক্ত হয়ে উঠেছিলেন জুজুন জুনেইদী। গাড়ির পেট্রোল আর নিজের এনার্জির দৈনন্দিন অপব্যায়  মানতে পারছিলেন না।

নিস্তার পেতে উপায় খুঁজছিলেন তিনি। অভ্যাস ছিল ইন্টারনেট সার্ভ করে বিভিন্ন ভিডিয়ো দেখা। আর সেভাবেই পেয়ে গেলেন এক অভাবনীয় উপায়। রাস্তার ট্র্যাফিক জট এড়াতে তিনি বেছে নিলেন আকাশকে।

নিজের বাড়ির পিছনের উঠোনে শুরু করে দিলেন হেলিকপ্টার বানাতে।   

 ৪২ বছর বয়সী জুজুন জুনাইদী ইন্দোনেশিয়ার সুকাবুমি শহরের বাসিন্দা। ইন্টারনেটে হেলিকপ্টার তৈরির ভিডিয়ো দেখে দেখে নিজেই ঠিক করলেন তৈরি করবেন একটা আস্ত হেলিকপ্টার।

তিনি জানিয়েছেন, ‘প্রতিদিন যানজটে গাড়ির মধ্যে দমবন্ধ হয়ে বসে থাকা খুবই বিরক্তিকর। জ্বালানি খরচ হয়, সময়ও নষ্ট হয়। কাজ করব কী অফিস পৌঁছাতে পৌঁছাতেই ক্লান্তি আর বিরক্তি ঘিরে ধরে।’

দেড় বছর আগে হেলিকপ্টার তৈরির কাজ শুরু করেন। এই কাজের জন্য ইতিমধ্যেই তিনি ২ হাজার ১০০ ডলার খরচ করে ফেলেছেন তিনি।

জুনাইদীর ছেলে ও প্রতিবেশীরা তাঁর হেলিকপ্টার তৈরির বিষয়টি নিয়ে দারুন উৎসাহী।  তারা এই কাজে সাহায্যও করে।

 ২৬ ফুটের হেলিকপ্টার তৈরির কাজ এখন শেষ পর্যায়ে। এখনও রাস্তায় যানজটে নাকাল হয়েই অফিস যেতে হয় তাঁকে। কিন্তু নিজের তৈরি উড়ান যে একদিন আকাশ পাড়ি দেবেই সে বিষয়ে নিশ্চিত জুনাইদ। কাজ শেষ না হওয়া পর্যন্ত তাঁর শান্তি নেই।  

 

 

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...