সাল ১৯৮০| একটি আলাদা প্রদেশের জন্য দাঙ্গায় উত্তপ্ত হতে থাকে শিখ রাজ্য পাঞ্জাব| পৃথক দেশ ‘খালিস্তানের’ দাবিতে ধীরে
ধীরে বাড়ছিল ভারতসরকারের বিরুদ্ধে সন্ত্রাস| প্রাদেশিক সরকারের পরিবর্তে জারী হয় রাষ্ট্রপতি শাসন| তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হস্তক্ষেপে শুরু হয় ‘অপারেশনব্লু ষ্টার’| আর এই ঘটনার জেরেই নিহত হন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ১৯৮৪ সালের ৩১শে অক্টোবর| শিখদের দাবি ও সন্ত্রাস রুখতেনেওয়া পদক্ষেপগুলী উত্তপ্ত করে তুলেছিল শিখ সম্প্রদায়কে| দিনটা ছিল ১৯৮৪ সালের ৩১শে অক্টোবর নিজের দুই শিখ দেহরক্ষী বিয়ন্ত সিং ও সৎবন্তসিংয়ের হাতে গুলিতে ঝাঁঝরা হয়ে যান তিনি| নতুন দিল্লির ১নং সফদরজং রোডের প্রধানমন্ত্রীর বাসভবনের উদ্যানপথে যাওয়ার সময় নিজেরদেহরক্ষীদ্বয়ের হাতে নিহত হন তিনি| গুলিবিদ্ধ হবার পর তাঁকে শীঘ্রই নিয়ে যাওয়া হয় দিল্লী জেনারেল হাসপাতালে শরীরে বিদ্ধ উনিশটি গুলির মধ্যেসাতটি বের করে আনা হলেও শেষ রক্ষা হয়নি| গুলিবিদ্ধ হওয়ার এক ঘন্টার মধ্যেই মারা যান তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী| ১৯৮৪ র ৩রা নভেম্বরমহাত্মা গান্ধীর সমাধিস্থল রাজঘাটের কাছে শক্তিস্থলে তাঁর পারলৌকিক ক্রিয়া সম্পন্ন হয়|