১২ বছর পর গত রবিবার আবার দেশের মাঠে বিশ্বকাপ জয়ের সুযোগ পেয়েছিলেন টিম ইন্ডিয়া৷ কিন্তু পারল না। ২০১১ সালের ওয়াংখেড়ের সেই স্মৃতি ফিরল না আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের মাঠে৷
অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়ে শেষ হল ভারতের তৃতীয়বার ওয়ান ডে বিশ্বকাপ জয়ের স্বপ্ন৷ গোটা টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত খেলেছিল ভারত। কিন্তু ফাইনালে গিয়ে জিদের সামনে মুখ থুবড়ে পড়লেন রোহিত দল ৷ খেলা শেষে হতাশ গোটা গ্যালারি সহ গোটা দেশ ৷
ম্যাচ শেষে ভেঙে পড়েছিল ব্লু ব্রিগেডের দল। একদিকে হতাশায় মুখ ঢাকছিলেন রোহিত ও বিরাটরা ৷ অন্যদিকে কান্নায় ভেঙে পড়েন সিরাজ ৷ নিজের টুপি দিয়ে মুখ ঢাকতে দেখা যায় কোহলিকে ৷ রোহিতের দু-চোখ ভরে উঠছিল জলে। অজি দলের ক্রিকেটারদের সঙ্গে তাঁরা করমর্দন করলেও ফাইনালে হেরে যাওয়ার সেই দুঃখ চোখে মুখে চেপে রাখতে পারছিলেন না টিম ইন্ডিয়া।
ফাইনাল হারের পর রোহিত ডাগআউটের দিকে নিজের শরীরটাকে কোনও মতে টেনে নিয়ে যাচ্ছিলেন। আগে কখনও তাঁকে এতটা হতাশ হতে দেখা যায়নি। চোখের কোণে স্পষ্ট দেখা যাচ্ছে জলের বিন্দু।
কোটি কোটি ভারতবাসীর কাছে জেতার সেই প্রত্যাশার চাপ তাঁর কাঁধে ছিল। সেটা পূরণ করতে পারলেন না রোহিত শর্মার দল। ভারতীয় দল টানা দশ ম্যাচ জিতে ফাইনালে এসে এক রাশ আশা নিরাশায় পরিণত হয়ে যায়।