হংকংকে ১৩-০ গোলে হারিয়ে ভারতের মেয়েরা পৌঁছে গেল এশিয়ান গেমসের হকি খেলার সেমিফাইনালে

চলতি বছরের এশিয়ান গেমসে শুধু ছেলেদের দাপট নয়, মেয়েদের দাপট আরও অনেক বেশী। এবার চলতি এশিয়ান গেমসে হকি খেলায় সেমিফাইনালে উঠলো ভারতের সবিতা পুনিয়ারা। মঙ্গলবার হংকংকে ১৩-০ গোলে হারিয়ে দেয় মহিলা ভারত দল। গ্রুপ এ-তে চারটি ম্যাচে জিতে সেমিফাইনালে পাকা ব্যাবস্থা করে ফেললেন ভারতের মেয়েরা। তবে, সবাই আশা করছে যে এবারের এশিয়ান গেমসে ভারতীয় মহিলা হকি দল সোনার পদক ঘরে তুলতে পারবে।

এদিন ম্যাচে ভারতীয় স্ট্রাইকার বন্দনা কাতারিয়া, সহ-অধিনায়ক দীপিকা হ্যাটট্রিক করেছেন। খেলার দিনে বন্দনা মাঠে দুর্দান্ত ফর্মে ছিলেন। ২য়, ১৬তম এবং ৪৮তম মিনিটে গোল করেন বন্দনা। একইভাবে, ডিপ গ্রেস ১১ তম, ৩৪ তম এবং ৪২ তম মিনিটে পেনাল্টি কর্নারকে গোলে রূপান্তরিত করেন এবং দীপিকাও ৪, ৫৪ এবং ৫৮ মিনিটে গোল করেন। অন্যদিকে, সঙ্গীতা কুমারী, মনিকা ও নবনীত কৌরও গোল করে ভারতের এদিনের জয়ের পিছনে নিজেদের অবদান রাখেন।  

1695797134_pti09_27_2023_000065a-1

এখনও পর্যন্ত ভারত ছাড়া আর কোনও দল মেয়েদের হকিতে সেমিফাইনালে উঠতে পারেনি। চারটে ম্যাচ খেলে ১০ পয়েন্ট পেয়েছে তারা। দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া। তারা তিন ম্যাচ খেলে সাত পয়েন্ট পেয়েছে।

এরপর মালয়েশিয়ার মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়া। মালয়েশিয়া তিন ম্যাচ খেলে ছ’পয়েন্টে রয়েছে। এই ম্যাচে যদি মালয়েশিয়া জেতে তাহলেই সেমিফাইনালে উঠবে আর যদি দক্ষিণ কোরিয়া জেতে তবে সেমিফাইনালের জায়গা তারা দখল করে নেবে। দেখা যাচ্ছে, ভারতের থেকে গোলের ব্যবধানে পিছিয়ে রয়েছে দক্ষিণ কোরিয়া।

এখনও অন্য গ্রুপে দু’টি করে ম্যাচ বাকি। জাপান এবং চিন প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে। তবে এখনও একটি করে ম্যাচ বাকি তাদের। অন্যদিকে, তিন নম্বরে থাকা থাইল্যান্ডেরও সেমিফাইনালে ওঠার সুযোগ রয়েছে। এই দু’টি ম্যাচ খেলা হলে তবেই বোঝা যাবে কোন চারটি দল সেমিফাইনালের সিট দখল করে নিয়েছে। 

অন্যদিকে, ভারতীয় ছেলেদের সেমিফাইনাল হবে বুধবার। দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে খেলবে তারা। অন্য গ্রুপে সেমিফাইনালে মুখোমুখি চিন এবং জাপান। গ্রুপ পর্বে ভারত সব ম্যাচ জিতে সেমিফাইনালে ওঠে। ৫৩টি গোল করেছে তারা গ্রুপ পর্বে।

জানা গিয়েছে, ছেলেদের হকির ফাইনাল হবে ৬ অক্টোবর এবং মেয়েদের হকির ফাইনাল হবে তার পরের দিন।

এটা শেয়ার করতে পারো

...

Loading...