শচীন তেন্ডুলকারের নাম ব্যবহার করে ব্যবসা চালাচ্ছিল অস্ট্রেলিয়ান একটি ক্রিকেট সরঞ্জাম সংস্থা। ‘স্পাটান’ নামের ওই সংস্থাটিকে একাধিক বার সতর্ক করেছিলেন তিনি। কিন্তু শচীনের কথা কানেই তোলেনি। শেষ পর্যন্ত সংস্থাটির বিরুদ্ধে আইনের রাস্তায় বাধ্য হলেন মহাতারকা। শুধু নাম নয়, তাদের ক্রীড়া সরঞ্জামে শচীন তেন্ডুলকারের ছবিও ব্যবহার করছিল সংস্থাটি। নাম দেওয়া হয়েছিল, ‘শ্চীন বাই স্পার্টান’।
চলতি মাসেই মামলা দায়ের করেছেন। মামলা কাগজপত্রও সামনে এসেছে মিডিয়ার। সিডনির স্পার্টান স্পোর্টস ইন্টারন্যাশনাল ২০১৬ সালে শচীনের সঙ্গে একটি চুক্তি করে। ১০ বছরের জন্য। ব্যবসায়িক ভিত্তিতে তারা এই ক্রিকেট মহারথীর নাম, ছবি, লোগো ব্যবহার করতে পারবে। তার জন্য বছরে ১ মিলিয়ন ডলার করে সাম্মানিক দেওয়া হবে তাঁকে। ভারত এবং বিদেশে সংস্থার হয়ে প্রচারও করেছিলেন তিনি। কিন্তু গত সেপ্টেম্বর পর্যন্ত চুক্তি বাবাদ কোনও টাকাই দেওয়া হয়নি। শচীনের আর্থিক ক্ষতি প্রায় ১০ কোটি টাকা।
রয়্যালিটির অর্থ দাবী করা হলেও লাভ হয়নি। চুক্তি বাতিল করেন শচীন। তারপরও একইভাবে ছবি, লোগো, নাম ব্যবহার করে চলছিল সংস্থা। তারই পরিপ্রেক্ষিতে মামলা করেন শচীন।স্পাটান সংস্থার পক্ষ থেকে এখনও কোনও বিবৃতি আসেনি।