এতদিন আমরা সূর্যের এক অন্যরকম ছবি দেখে এসেছি। কিন্তু ইসরোর আদিত্য-এল১ গোটা বিশ্বকে দিল এক নতুন চমক। মহাকাশ থেকে সূর্যের সম্পূর্ণ ছবি তুলে পৃথিবীতে পাঠাল ভারতের সৌরযান আদিত্য-এল১। পাশাপাশি সূর্যের আরও কাছে পৌঁছে গিয়েছেন, এটাও প্রমাণ করে দিল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর পাঠানো সেই যান।
শুক্রবার এই তথ্যটি মাইক্রো ব্লগিং সাইট এক্স-এ ছবি দিয়ে সমস্ত কিছু প্রকাশ করে ইসরো। জানা গিয়েছে যে সূর্যের ছবিগুলি তোলা হয়েছে আদিত্য-এল১-এ থাকা ‘সোলার আল্ট্রাভায়োলেট ইমেজিং টেলিস্কোপ’ (এসইউআইটি)-এর মাধ্যমে।
এই ছবি প্রকাশ্যে আনতে পেরে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে ইসরো। তাঁরা আরও জানিয়েছেন যে সূর্যের ‘ফুল ডিস্ক’ ছবিগুলি ২০০ থেকে ৪০০ ন্যানোমিটারের তরঙ্গদৈর্ঘ্যের একটি পরিসীমার মধ্যে তোলা হয়েছে। তাই, সূর্যের পৃষ্ঠদেশ এবং সূর্যের উপরভাগের স্বচ্ছ স্তরের ছবিগুলি ভাল ভাবে ফুটে উঠেছে।
শুক্রবার সন্ধ্যায় ইসরো ‘এক্স’ হ্যান্ডলে ছবি পোস্ট করে লিখেছেন, ‘‘এসইউআইটি পেলোড অতিবেগুনী তরঙ্গদৈর্ঘ্যের কাছাকাছি সূর্যের পূর্ণাঙ্গ ছবি তুলেছে। ছবিগুলি ২০০ থেকে ৪০০ ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের মধ্যে তোলা। ছবিগুলির সাহায্যে সূর্যের ফটোস্ফিয়ার এবং ক্রোমোস্ফিয়ারের জটিল বিবরণ বোঝা যাবে।’’
ইসরো আরও জানিয়েছেন যে বিভিন্ন সায়েন্টিফিক ফিল্টার ব্যবহার করা করে এসইউআইটি যন্ত্র দিয়ে ছবিগুল তোলা হয়েছে। তাই নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের পরিসীমায় গিয়ে সূর্যের ফটোস্ফিয়ার এবং ক্রোমোস্ফিয়ারের ছবি তোলা এত স্পষ্টভাবে সম্ভব হয়েছে।
ছবিগুলোতে সূর্যের দাগ ও সূর্যের বেশ কিছু অদেখা অঞ্চলের ছবি ধরা পড়েছে। জানা গিয়েছে যে সৌর বায়ুমণ্ডল সম্পর্কে এই ছবি থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে অনেক কিছু জানা যাবে এবং পৃথিবীর উপর সূর্যকিরণের প্রভাব বুঝতেও বিজ্ঞানীদের সাহায্য করবে ছবিগুলি।
গত ২ সেপ্টেম্বর সকালে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ সেন্টারের লঞ্চিং প্যাড থেকে সূর্যের উদ্দেশে পাড়ি দিয়েছিল আদিত্য-এল১ মহাকাশযানটি। গন্তব্যের দূরত্ব প্রায় সাড়ে ১০ লক্ষ কিলোমিটার। তারপরেই পৌঁছবে এই যানটি। এটি ভারতের প্রথম সূর্যকেন্দ্রিক প্রচেষ্টা।
কক্ষপথে পৌঁছনোর পর গত ২০ নভেম্বর এসইউআইটি যন্ত্রটি (টেলিস্কোপ) সচল করা হয়। এরপর সফল পরীক্ষা-নিরীক্ষার পর গত ৬ ডিসেম্বর প্রথম ‘লাইট সাইন্স ইমেজ’ তুলে পাঠায় পৃথিবীতে। জানা গিয়েছে সব ঠিক থাকলে জানুয়ারি মাসের প্রথম দিকেই গন্তব্যে পৌঁছে যাবে এই সৌরযান।
এর আগে, ২৩ আগস্ট চাঁদের দক্ষিণ মেরুতে সফল অবতরণ করে ইতিহাস গড়েছে ভারতের ইসরো সংস্থার ‘চন্দ্রযান ৩’। এবার সৌরযান ‘আদিত্য-এল১’-এর পালা।