মাত্র ২১ বছর বয়সে বিচারপতি!

মাত্র ২১ বছর বয়সেই হাইকোর্টের বিচারপতি পদে নিযুক্ত হলেন এক যুবক। মায়াঙ্ক প্রতাপ সিং। সকলে যখন কলেজে পড়া নিয়েই হিমশিম খায় এই বয়সে, তখন মায়াঙ্কের এ হেন কীর্তিতে সকলেই বিস্ময়ে হতবাক। প্রথম চেষ্টাতেই রাজস্থানের বিচার বিভাগের পরীক্ষায় বসে সফল হয়ে ইতিহাস সৃষ্টি করলেন মায়াঙ্ক।

                          ২০১৮ সালে রাজস্থান জুডিসিয়াল সার্ভিস পরীক্ষায় পাশ করে এই পদে বসার যোগ্য হয়েছেন তিনি। গত এপ্রিল মাসে রাজস্থান বিশ্ববিদ্যালয় থেকে পাঁচ বছরের এলএলবি কোর্স সম্পূর্ণ করেন মায়াঙ্ক। মেধা এবং পরিশ্রম করলে যে সাফল্য এসে ধরা দে, তা আরও একবার প্রমান করলেন মায়াঙ্ক। ভারতীয় বিচার ব্যবস্থায় এটি একটি নজিরবিহীন ঘটনা বলাই যায়। এতদিন জুডিসিয়াল সার্ভিসের যে কোনও পরীক্ষায় বসার সবচেয়ে কম বয়স ছিল ২৩ বছর। সম্প্রতি সেই নিয়ম তুলে দেওয়া হয়েছে। এর পরেই সমস্ত রেকর্ড ভেঙে মাত্র ২১ বছর বয়সে বিচারপতি হওয়ার যোগ্য হয়ে গেছেন মায়াঙ্ক। তবে পরীক্ষায় পাশ করলেও বিচারপতি তকমা পাওয়ার জন্য এখনও বেশ কিছু বছর অপেক্ষা করে থাকতে হবে মায়াঙ্ককে। কারণ ভারতীয় সংবিধান অনুসারে ৩৫ বছর বয়সের আগে কেউ বিচারপতি পদে বসতে পারেন না। দু'বছর প্রবেশনে থাকার পর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে কাজ শুরু করবেন মায়াঙ্ক।

             এই অভাবনীয় সাফল্যের কৃতিত্ব দিয়েছেন তিনি তাঁর পরিবার, শিক্ষক, বিশ্ববিদ্যালয়কে। পাশাপাশি রাজস্থান হাইকোর্টকে ধন্যবাদ জানাতেও ভোলেন নি। মায়াঙ্ক জানান, দেশের আইনব্যবস্থা ও বিচারের ওপর তাঁর আস্থা আছে।

 

 

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...