এ এফ সি এশিয়ান কাপে ব্যাহারেনের কাছে হারতেই কোচের পদে ইস্তফা দিলেন স্টিফেন কন্সট্যানটাইন। বেশ কয়েক বছর ধরে ভারতীয় কোচের পদে বহাল ছিলেন তিনি। তাঁর হাত ধরেই ভারত ফিফা ব়্যাঙ্কিংয়ে উঠে এসেছে অনেকটা উপরে। কোচ হিসাবে সাফল্য পেলেও ফুটবলারদের সঙ্গে ক্রমশ ব্যবধান বাড়ছিল স্টিফেনের। বিশেষ করে সুনিল ছেত্রি সহ বেশ কিছু সিনিয়র ফুটবলারদের সঙ্গে সম্প্রতি দূরত্ব বেড়েছিল ভারতীয় ব্রিটিশ কোচের। তবু ফেডারেশান কর্তারা কোচের পদে বহাল রেখেছিলেন স্টিফেনকে। কিন্তু এ এফ সি এশিয়ান কাপে ব্যাহারেনের বিরুদ্ধে ম্যাচ হারতেই স্বপ্ন ভঙ্গ ফেডারেশান কর্তাদের। ফেডারেশান কর্তারা কোচের পদ থেকে সরিয়ে দেওয়ার আগেই স্টিফেন পদত্যাগ পত্র জমা দিয়েছেন। ফেডারেশান কর্তারা স্টিফেনের পদত্যাগ পত্র গৃহীত করার সঙ্গে সঙ্গেই নতুন কোচের নাম ঘোষণা করেন। স্টিফেনের পরিবর্তে সুনিল ছেত্রিদের নতুন হেড স্যার হলেন ইংল্যান্ডের প্রাক্তন গোলরক্ষক ডেভিড জেমস। যিনি ২০১০ সালে ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপে প্রতিনিধিত্ব করেছেন। ফেডারেশান কর্তাদের ধারণা নতুন কোচের অধিনে ভারত আরও ভালো পারফর্ম করতে পারবে।