যখন জেদ, অধ্যবসায়, একনিষ্ঠতা এবং লক্ষ্য একপথেই চলতে শুরু করে, তখন সফলতাই যে সেই পথের শেষ হবে সে কথা বলার অপেক্ষা রাখেনা। নিজের জীবন দিয়ে সেই প্রমাণ-ই দিলেন প্রাঞ্জল পাতিল। ভারতের প্রথম দৃষ্টিহীন আইএএস অফিসার হিসেবে তিরুবনন্তপুরমে সাব কালেক্টরের পদে কাজ শুরু করলেন তিনি। সেখানকার ডিস্ট্রিক্ট কালেক্টর কে গোপালাকৃষ্ণন এবং সেই অফিসের সমস্ত স্টাফ তাঁকে এদিন স্বাগত জানান নতুন দায়িত্ব গ্রহণের পর।
মাত্র ৬ বছর বয়সে প্রাঞ্জল তাঁর দৃষ্টিশক্তি হারান। কিন্তু সেখানে তিনি থেমে যাওয়ার পাত্রী ছিলেন না। একটার পর একটা পরীক্ষায় সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়ে দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট করেন। এরপর তিনি স্থির করেন ভারতের প্রশাসনিক পদের জন্য নিজেকে গড়ে তুলবেন। একটি সফটওয়্যার এর সাহায্যে তিনি ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নেন। কোনওরকম আলাদা কোচিং-এর সাহায্য নেননি তিনি এই পরীক্ষায় সাফল্যের জন্য। ২০১৬ সালে তিনি ইউপিএসসি পরীক্ষায় ৭৭৩ তম স্থান অর্জন করেন। সেই সময়ে তিনি যদিও আইআরএস-এর বিভিন্ন পদের জন্য উপযুক্ত ছিলেন, তবুও তাঁর দৃষ্টিহীনতা তাঁর পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু শুরুতেই যা বলা হয়েছে, থেমে থাকার পাত্রী ছিলেন না প্রাঞ্জল। ২০১৭ সালে আবার পরীক্ষায় বসে ১২৪ তম স্থান অর্জন করেন তিনি ইউপিএসসি পরীক্ষায়। কাজেই এবারে তাঁকে আর আটকানো যায়নি। এর আগে তিনি কেরলের এর্নাকুলামে এসিস্ট্যান্ট কালেক্টর হিসেবেও দায়িত্ব সামলেছেন। প্রাঞ্জলের কথায়, 'জীবনে কখনও হেরে যাওয়া উচিত নয়'।
Kerala: Pranjal Patil, India’s first visually challenged woman IAS officer takes charge as Sub Collector of Thiruvananthapuram. pic.twitter.com/opUn08uu6X
— ANI (@ANI) October 14, 2019