ট্রলিতে চেপে খুঁটিয়ে পরিদর্শন রেলমন্ত্রীর, কবে থেকে চালু হচ্ছে ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা?

হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড ৪.৮ কিমি ইস্ট-ওয়েস্ট মেট্রো টানেল বুধবার গোটা পথটাই খুঁটিয়ে পরিদর্শন করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। চলতি বছরের ডিসেম্বরেই যাত্রীদের জন্য খুলে যেতে পারে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রোপথ। এরকমই আশাপ্রকাশ করলেন রেলমন্ত্রী। তাঁর সঙ্গে ছিলেন মেট্রো রেলের জেনারেল ম্যানেজার পি উদয়কুমার রেড্ডি এবং রেলের অন্যান্য কর্তা -কর্মীরা।

ঐদিন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, হাওড়া ময়দান স্টেশন থেকে তাঁর যাত্রা শুরু করেন।মেট্রো রেলের জেনারেল ম্যানেজার তাঁকে স্টেশনে টানেল ভেন্টিলেশন ব্যবস্থা এবং অন্যান্য বিষয়গুলি ব্যাখ্যা করেন। 

1682073580_the-tunnel-point-where-hooghly-river-ends_11zon

কী কী ব্যবস্থা থাকছে যাত্রী সুবিধার জন্য? বিস্তারিত বিবরণ শোনেন অশ্বিনী বৈষ্ণব। হাওড়া ময়দান থেকে মেট্রোপথে ট্রলিতে চেপেই হাওড়া স্টেশনে পৌঁছন রেলমন্ত্রী। গঙ্গার নিচ দিয়ে কলকাতায় প্রবেশ করবে ইস্ট-ওয়েস্ট মেট্রো। মাটির নিচে ৩৩ মিটার গভীরে এই স্টেশনটি তৈরি হয়েছে। এছাড়াও গঙ্গার  ১৬ মিটার নিচে তৈরি এই টানেল পথটিও পরিদর্শন করেছেন রেলমন্ত্রী। এপ্রিল মাসে গঙ্গার নীচে মেট্রোর ট্রায়াল রান হয়েছিল। গঙ্গার নীচে ৫২০ মিটারের টানেল ৪৬ সেকেন্ডে পেরিয়েছিল মেট্রো।এই যাত্রাপথে হাওড়া ময়দান, হাওড়া স্টেশন, মহাকরণ, এসপ্ল্যানেড স্টেশন পড়েছে। 

swarajya_2023-06_5dac98d5-3323-4724-99a0-337e1ed52d35_IMG_20230621_WA0082_11zon

এসপ্ল্যানেড স্টেশনটিও পরিদর্শন করেন এবং সেখানকার নানা বিষয়ে খোঁজ নেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব । প্রাথমিকভাবে মেট্রো কর্তারা মনে করছেন যদি সব কিছু ঠিক ভাবে চলে তাহলে আগামী ডিসেম্বর মাস থেকেই গঙ্গার তলা দিয়ে ছুটবে মেট্রো। তাঁরা এটাও আশা করেন মেট্রো চালু হওয়ার পর এই পথে প্রতিদিন ৬ লক্ষ ৭০ হাজারের মতো যাত্রী যাতায়াত করবেন।

এটা শেয়ার করতে পারো

...

Loading...