দূষণের হাত থেকে রক্ষা পেতে এবার দিল্লিতে বসানো হলো স্মগ টাওয়ার| শুক্রবার থেকেই শহরের দুষিত বায়ু বিশুদ্ধ করার কাজ শুরু করবে ২০ ফুট উঁচু দৈত্যাকার এই টাওয়ারটি | রাজধানীর সবচেয়ে জনবহুলএলাকা লাজপতনগরের সেন্ট্রাল মার্কেটে বসানো হয়েছে এই টাওয়ারটি | পূর্ব দিল্লির সাংসদ ও ক্রিকেটার গৌতম গম্ভীরের সহায়তায় লাজপত নগর ট্রেডার্স অ্যাসোসিয়েশন (টিএলএন)এই উদ্যোগটি নিয়েছে বলে জানা গিয়েছে | গৌতম গম্ভীরের হাত ধরেই আনুষ্ঠানিক সূচনা হবে এই স্মগ টাওয়ারটির| প্রতিদিন গড়ে ১৫০০০ মানুষের আনাগোনা লেগেই থাকে লাজপতনগরের এই বাজারটিতে | জনবহুল এলাকা হওয়ার ফলে বাতাসে দূষণের মাত্রা স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেশি | এই টাওয়ারটি ২০ ফুট লম্বা। এটি লাজপত নগর মূল বাজারের বীর সাভারকার মার্গের কাছে চার ফুট উঁচু প্ল্যাটফর্মের ওপর এটিকে বসানো হয়েছে |মূল রাস্তা থেকে এর মোট উচ্চতা ২৪ ফুট। গত বছর, চীন শানসির জিয়ানতে ৩২৮ ফুট উঁচুতে বৃহত্তম স্মগ টাওয়ার তৈরি করা হয়েছিল| এটি বসানোর জন্য খরচ পড়েছে ৭ লক্ষ টাকা| টাওয়ারটি প্রায় ৫০০ মিটার থেকে ৭৫০ মিটার পরিধির মধ্যের বাতাসকে বিশুদ্ধ করবে। পরিশোধকটির লক্ষ্য হল প্রতিদিন ২৫০০০০ থেকে ৬০০০০০ ঘনমিটার বায়ু শোধন করে বিনিময়ে বিশুদ্ধ বাতাস ফেরত দেওয়া |
লাজপত নগর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক, অশ্বিনী মারওয়াহ বলেছেন দিল্লির বায়ুদূষণ এমন অবস্থায় পৌঁছেছে যে বর্তমানে একে দূষণের রাজধানী হিসেবে আখ্যা দেওয়া যেতে পারে | উত্তরোত্তর বায়ু দূষণের বৃদ্ধিতে যে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে তা বিবেচনা করে এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি | শীত এলেই দিল্লির বায়ুদূষণ এমন একটা পর্যায় চলে যায় যে প্রতিটি নাগরিককেই মাস্ক বা এয়ার পিউরিফিকেশন এর বন্দোবস্ত করতে হয় | গত ৪৮ ঘন্টায় রাজধানীর বায়ুদুষণের পরিমাপ যথেষ্ট উদ্বেগজনক| সংবাদ সংস্থা শুক্রবার সকালে দিল্লির বায়ু গুণমান উন্নতি দেখিয়েছে। সর্বভারতীয় এক সংবাদ সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্সের (একিউআই)৩০২ এবং লোধি রোড এলাকায় ২৮৮ যা স্বাভাবিক গুনমানের তুলনায় অনেকটাই খারাপ |
উল্লেখ্য, ২০১৯ সালে সুপ্রিমকোর্ট কেন্দ্র ও দিল্লির সরকারকে বায়ুদূষণ মোকাবিলায় দিল্লি এনসিআর এলাকায় স্মগ টাওয়ার বসানোর জন্য একটি রোড ম্যাপ তৈরি করার নির্দেশ দিয়েছিল|বিশেষজ্ঞরা অবশ্য প্রকল্পটির সম্ভাব্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন|বিজ্ঞান ও পরিবেশ কেন্দ্রের নির্বাহী পরিচালক অনুমিতা রায়চৌধুরীর দাবি দিল্লির মত এই শহরে যেখানে যেখানে দূষণের মাত্রা বেশি, আবহাওয়া পরিবর্তনশীল এবং দূষণের উত্স একাধিক সেখানে এই ধরনের যন্ত্র বসিয়ে মূল দূষণের মোকাবিলা সম্ভব নয় | তাঁর মতে যে এই টাওয়ারগুলি বাইরের বায়ু শোধন করে দেয় এমন কোনও তথ্য পাওয়া যায়নি বলেই তিনি জানিয়েছেন | শুধুমাত্র যে বায়ু যন্ত্রটি শোষণ করে সেটুকুই বায়ু সে শোধন করতে পারে |