হিমাচলে বেড়াতে গেলে মাঝে মাঝেই চোখে পড়ে রাস্তায় টুরিস্টরা সাইকেলিং করতে। পাহাড়ের রাস্তা,মনোরম পরিবেশ নানারকম অ্যাডভেঞ্চার রাইডিং-এ উৎসাহিত করে।
এবার সাইকেলিং- কে নতুন ভাবে আনতে চলেছে হিমাচল প্রদেশ পর্যটন বিভাগ। পর্যটনের প্রসারের জন্য নতুন উদ্যোগ গ্রহণ করল হিমাচল সরকার। মানালিতে গুলাবা অঞ্চলের কাছে একটি স্কাই সাইকেলিং পার্ক গড়ে তোলা হচ্ছে। অটল বিহারি বাজপেয়ি ইন্সটিটিউট োফ মাউন্টেনারিং এবং হিমাচলের বন দপ্তরের যৌথ উদ্যোগে পুরো পরিকল্পনা করা হয়েছে।
পর্্যটকরা ৯০০০ ফুৎ উচ্চতায় ৩৫০ কিলোমিটার এলাকা সাইকেলিং করার সুযোগ পাবে। এটিই দেশের প্রথম স্কাই সাইকেলিং পার্ক।
কুলুর বনআধিকারিক নীরজ চাড্ডা জানিয়েছেন, দিন পনেরোর মধ্যেই অর্থাৎ সেপ্টেম্বরের মাঝামাঝি সময় থেকেই এই অ্যাডভেঞ্চার পার্ক পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে।
হিমাচলের অর্থনীতি অনেকটাই পর্যটনের ওপর নির্ভর করে। অ্যাডভেঞ্চার স্পোর্টসকে উৎসাহ দেওয়া হলে কর্ম সংস্থানের সুযোগ বাড়বে। স্থানীয়দের যুবকদের সরকারী প্রশিক্ষণ দেওয়া হবে অ্যাডভেঞ্চার স্পোর্টসএর সঙ্গে যুক্ত পেশায় আসার জন্য। ১৩ লক্ষ টাকা ব্যয় হয়েছে পার্ক গড়ে তোলার জন্য।
Division Forest Officer Kullu, Neeraj Chadha: Forest Dept &Atal Bihari Vajpayee Institute of Mountaineering&Allied Sports has jointly developed sky cycling park at Gulaba area in Manali.The sky cycling path is at a height of 9000 ft. It will be made open to public after 15 days. pic.twitter.com/eyX3EzQV6U
— ANI (@ANI) August 29, 2019
;
ভারতের হিল স্টেশনগুলোর মধ্যে জনপ্রিয় তম হিমাচল প্রদেশ। মানালি পর্যটকদের কাছে আলাদা টান। হিমাচলের গহন সবুজ অরণ্য, ঝকঝকে নীল আকাশ, পাহাড়ি ঢাল সব সময়ই পাহাড় প্রেমীদের আকর্ষন করে এসেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে তো বটেই, বিদেশ থেকেও সারাবছর প্রচুর পর্যটক হিলাচল প্রদে৩শের বিভিন্ন পর্যটন কেন্দ্রে বেড়াতে আসে।
মানালির সোলাং ভ্যালিতে প্যারাগ্লাইডিং করার সুযোগ আছে। আইসস্কেটিং, এবং মাউন্টেন বাইকিং করা যায়। মানালির রোটাংপাশে পর্যটকদের কাহে বরফের স্বর্গ। অত্যাধিক তুষারপাতের সময় অবশ্য যাওয়ার অনুমতি পেলে না। এখন অ্যাডভেঞ্চার রাইডএর জন্য মানালি যাওয়ার আরও একটা নতুন কারণ বাড়ল।