ভুবনেশ্বরে ভারতের প্রথম রেশন এটিএম চালু, এই ব্যবস্থা রেশন বন্টনে আনবে নতুন বিপ্লব

এটিএম মেশিন এতদিন টাকা তোলার কাজে ব্যবহৃত হত, এবার সেখান থেকেই নগদের বদলে পাওয়া যাবে চাল। কারণ, Rice ATM অর্থাৎ রেশনের এই নতুন ব্যবস্থা চালু করল ওড়িশার ভুবনেশ্বর। এটিই ভারতে প্রথম রেশন এটিএম মেশিন। বৃহস্পতিবার ওড়িশার খাদ্যমন্ত্রী ক্রুষ্ণা চন্দ্র পাত্র এই Rice ATM-এর উদ্বোধন করেন। রেশনে গণবন্টন ব্যবস্থা আরও ভাল করার জন্যে এই কাজ বলে জানানো হয়েছে।

 

Read Also :  শীতলতম দিন দিল্লিতে

হাইলাইটসঃ
১। ওড়িশার ভুবনেশ্বর Rice ATM ব্যবস্থা চালু করল
২। এটিই ভারতে প্রথম রেশন এটিএম মেশিন
৩। বৃহস্পতিবার ওড়িশার খাদ্যমন্ত্রী ক্রুষ্ণা চন্দ্র পাত্র এটি উদ্বোধন করেন


রেশন তোলার জন্য অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে থাকতে হয় সাধারণ মানুষকে। নির্দিষ্ট সময় অতিক্রম করে গেলে রেশন পাওয়া যায়না। ফলে এই নিয়ে মানুষের বিড়াম্বনার শেষ নেই। তাই আশা করা যায় এই এটিএম মেশিনের ফলে বহু মানুষ উপকৃত হবে। এর ফলে কালোবাজারি বা কম পরিমাণে রেশন দেওয়ার মতো অভিযোগও কম উঠবে বলে আশা করা হচ্ছে।

কীভাবে পাওয়া যাবে চাল?
১। এই এটিএম থেকে চাল পাওয়ার জন্য রেশন কার্ড থাকা বাধ্যতামূলক।
২। এক একজন ২৫ কেজি করে চাল পাবেন।
৩। প্রথমে বায়োমেট্রিক অথেন্টিকেশন হবে।
৪। তারপর একটি টাচস্ক্রিন ডিসপ্লে-তে রেশন কার্ড নম্বর দিতে হবে।
৫। এরপরই এটিএম থেকে রেশন পাবেন উপভোক্তারা।

এবিষয়ে ওড়িশার খাদ্যমন্ত্রী জানিয়েছেন, এই Rice ATM পাইলট প্রজেক্ট হিসেবে শুরু করা হয়েছে। এর মাধ্যমে পরীক্ষা করা হবে যে উপভোক্তারা ঠিক মাপে এবং ঠিক মতো চাল পাচ্ছেন কিনা। যদি এই সমীক্ষা সফল হয় তখন সারা দেশেই এই ব্যবস্থা চালু হবে। তবে আপাতত ওড়িশার ভুবনেশ্বরে এটি শুরু হয়েছে, এরপরে ওড়িশার ৩০টি জেলাতেই এই এটিএম ব্যবস্থা শুরু করার কথা ভাবা হয়েছে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...