ওপরে গেরুয়া, নিচে সবুজ আর মাঝে সাদা আর তার মধ্যে অশোক চক্র। আমাদের দেশের যেই পতাকা আমরা দেখে থাকি তা কিন্তু খুব পুরোনো নয়। তবে ৭ই আগস্ট ১৯০৬ সালে কলকাতার পারসি বাগান স্কোয়ারে যে পতাকা উত্তলন করা হয়েছিল তা কিন্তু বর্তমান পতাকার থেকে সম্পূর্ণ আলাদা ছিল। সেই পতাকায় ওপরের রং ছিল লাল, নিচে সবুজ আর মাঝে হলুদ। লাল রঙের ওপর ছিল ৮টি পদ্ম ফুল যা ৮টি প্রদেশের প্রতিক ছিল। মাঝে হলুদ রঙের ওপর দেবনগরী লিপি তে লেখা ‘বন্দে মাতরম’। আর নিচের সবুজ রঙের বাঁদিকে ছিল সূর্য আর ডানদিকে চন্দ্র ও তারা যা হিন্দু আর মুসলমানের বন্ধুত্বের প্রতীক।