২০১৯ সালে অর্থনীতির অগ্রগতিতে যুক্তরাজ্য এবং ফ্রান্সকে পিছনে ফেলে ভারত বিশ্বের পঞ্চম দেশ হিসাবে আত্মপ্রকাশ করেছে| মার্কিন সংস্থার সাম্প্রতিক একটি রিপোর্টে এমনটাই উঠে এসেছে| ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ নামের স্বাধীন একটি সংস্থা তাঁদের রিপোর্টে উল্লেখ করেছে, যে ভারত তার পূর্ববর্তী অর্থনৈতিক নীতিতে পরিবর্তন আনার ফলে একটি মুক্ত বাজার অর্থনীতি তৈরি হয়েছে| যার ফলে এই অগ্রগতি লক্ষ্য করা গেছে| এই রিপোর্টে আরো বলা হয়েছে ২০১৯ সালে যুক্তরাজ্য এবং ফ্রান্সকে ছাড়িয়ে ভারতের অর্থনীতি ২.৯৪ ট্রিলিয়ন মার্কিন ডলার জিডিপি নিয়ে বিশ্বের পঞ্চম বৃহত্তম দেশ হিসেবে তালিকাভুক্ত হয়েছে| যেখানে যুক্তরাজ্যের অর্থনীতির জিডিপি ২.৮৩ ট্রিলিয়ন মার্কিন ডলার এবং ফ্রান্সের পরিমাণ ২.৭১ ট্রিলিয়ন মার্কিন ডলার।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, পারচেজিং পাওয়ার প্যারিটির নিরিখে (পিপিপি) ভারতের জিডিপি (পিপিপি) জাপান ও জার্মানির তুলনায় ১০.৫১ ট্রিলিয়ন ডলার। ভারতের জনসংখ্যাবহুল দেশ হওয়ার কারণে, মাথাপিছু ভারতের জিডিপি ২১৭০ মার্কিন ডলার সে তুলনায় মার্কিন যুক্তরাষ্ট্র মাথাপিছু জিডিপি ৬২,৭৯৪ মার্কিন ডলার|
প্রতিবেদনে বলা হয়েছে যে ভারতের অর্থনৈতিক উদারনীতি ১৯৯০ এর দশকের গোড়ার দিকে শুরু হয়েছিল এবং এর মধ্যে রয়েছে শিল্পবিধি নিয়ন্ত্রণ, বিদেশী বাণিজ্য ও বিনিয়োগের উপর নিয়ন্ত্রণ হ্রাস এবং রাষ্ট্রায়ত্ত উদ্যোগের বেসরকারিকরণের মত নীতি| এই পদক্ষেপগুলি ভারতের অর্থনৈতিক বৃদ্ধি ত্বরান্বিত করতে সহায়তা করেছে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে|