অনূর্ধ্ব-১৭ বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ এল ভারতের ঘরে। ভারতীয় কুস্তিগীর রোনক দাহিয়া ভারতকে এই গর্বে গর্বিত করল।
অনূর্ধ্ব-১৭ বিশ্ব চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট চলছে জর্ডানের আম্মানে। আর সেখানেই কুস্তিতে বিশ্বের দু’নম্বর তুরস্কের এমরুল্লাহ চাপকানকে হারিয়েছে রোনক। ১১০ কেজি গ্রিকো-রোমান বিভাগে প্রতিপক্ষ প্রতিযোগীকে ৬-১ পয়েন্টে হারিয়ে ব্রোঞ্জ জিতে নিয়েছেন তিনি।
কিন্তু টুর্নামেন্টের ফাইনাল অবধি তার যাত্রা মোটেই সহজ ছিল না। সেমিফাইনালে তাকে হারের মুখোমুখি হতে হয়েছিল। রোনক সেমিফাইনালে হাঙ্গেরির জোলটান চাকোর কাছে হেরেছিল। কিন্তু সেই হারের থেকে শিখেই তিনি ফাইনালে জয়ের শিরোপা অধিকার করে নিয়েছেন।
রোনক এই মুহূর্তে নিজের বিভাগে বিশ্বের ছ’নম্বর কুস্তিগির। শুধু এইবার নয়, আরও একবার বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক জিতেছেন রোনক। গত বছর প্রথম রাউন্ডে আর্তুর মানভেলিয়ানকে ৮-১ পয়েন্টে হারিয়ে ও কোয়ার্টার ফাইনালে ড্যানিল মাসলাকুকে ১০-১ পয়েন্টে হারিয়ে রুপো জিতে নিয়েছিলেন তিনি।
চলতি বছরের প্যারিস অলিম্পিক্সে কুস্তিতে ব্রোঞ্জ জিতে নিয়েছিলেন আমন শেরাওয়াত। দেশকে গর্বিত করছিলেন বিশ্বের দরবারে। রোনকও সেই পথেই হেঁটেছেন। অলিম্পিক্সে পদকজয়ী আমনের মতোই দিল্লির ছত্রশল স্টেডিয়ামে কুস্তি শেখেন তিনি। অতীতে যেখান থেকে বেরিয়েছেন রবি দাহিয়া, বজরং পুনিয়া, যোগেশ্বর দত্ত, সুশীল কুমারের মতো বিখ্যাত কুস্তিগির।
প্রসঙ্গত, কুস্তিগীর সাইনাথ পারধিও পদকের দৌড়ে এই প্রত্যিযোগীতায় রয়েছেন। তিনি প্রথমে খেলবেন আমেরিকার ডোমিনিক মাইকেল মুনারেত্তোর বিরুদ্ধে। আর সেখানে জয় লাভ করলে তিনি ব্রোঞ্জ পদক জয়ের ম্যাচে নামবেন। সেই ম্যাচে তার প্রতিপক্ষ হতে পারে আর্মেনিয়ার সার্জিস হারুতিউনান অথবা জর্জিয়ার ইউরি শাপিজে।