লন্ডনের লি ভ্যালি হকি অ্যান্ড টেনিস গ্রাউন্ড, মহিলা হকি বিশ্বকাপের রাউন্ড অফ সিক্সটিনে জয় পেল ভারত। প্রতিপক্ষ ইতালিকে ৩-০ গোলে হারিয়ে দীর্ঘ ৪০ বছর পর কোয়ার্টার ফাইনালে পৌছলেন তারা। খেলা শুরুর নয় মিনিটের মাথায় লালরেমসাইনির গোলে এগিয়ে যায় ভারত। তৃতীয় কোয়ার্টারের শেষ প্রায় শেষ মিনিটের মাথায় নেহা গোয়েলের গোলে ব্যাবধান বাড়িয়ে নেয় ভারত। ৫৬ মিনিটের মাথায় আরো একটি গোল করে ইতালির কফিনে শেষ পেরেকটি পুঁতে দেয় বন্দনা কাটারিয়া। আর এর সাথে সাথে ৪০ বছরের অবশান ঘটিয়ে কোর্য়াটার ফাইনালে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে ভারত।
ভারতের এই সফলতায় টুইটারে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষিরতন শুক্লা।
Congratulations Indian Women Hockey Team🇮🇳🙏👍👌💪 Best Wishes .. Jai Hind ...#HockeyWorldCup
— Laxmi Ratan Shukla (@Lshukla6) August 1, 2018
ইতালিকে হারিয়ে চল্লিশ বছর পর শেষ আটে ভারত .😄🙏🏑 pic.twitter.com/OZZb6THuz1