সোনার দৌড়ে থামানো যাচ্ছে না ভারতকে, ফের সোনা বিস্ময়ার

সত্যিই বিস্ময়কর! সোনার দৌড়ে থামানো যাচ্ছে না ভারতকে। মহিলাদের ৪০০ মিটার দৌড়ে ভারতকে সোনা এনে দিলেন ভারতীয় দৌড়বিদ ভি.কে বিস্ময়া। বুধবার, চেক রিপাবলিকের জোসেফ সেকার মেমোরিয়াল অ্যাথলেটিক মিটিং-এ ৫২.১২ সেকেন্ডে ৪০০ মিটার দৌড় শেষ করে স্বর্ণপদক নিশ্চিত করেন তিনি।

এখনও পর্যন্ত এটাই বিস্ময়ার সেরা পারফর্মেন্স। এই নয়া রেকর্ড গড়ার সাথে সাথে নিজেকেও ছাপিয়ে গেলেন তিনি। প্রতিদ্বন্দী পুবাম্মা মাচেত্তিরা ৫৩.৪৭ সেকেন্ডে ও সুভা ভেঙ্কাটেশান ৫৩.৬৭ সেকেন্ডে ৪০০ মিটার দৌড়টি সম্পন্ন করে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছেন।

এই কৃতিত্ব অর্জনের সাথে আরও একটি স্বর্ণপদক যোগ হল দেশীয় মুকুটে। ভারতের সোনার দৌড় যেন থামতেই চাইছে না। সম্প্রতি ইউরোপের মাটিতে ৬টি সোনা জিতে এসেছেন বাংলার সোনার মেয়ে হিমা দাস। তবে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেননি তিনি।

গত মাসে মেতুজিতে গড়া ৫২.৪৮ সেকেন্ডের রেকর্ডই ছিল তাঁর সর্বকালের শ্রেষ্ঠ রেকর্ড। বুধবার চেক রিপাবলিকে গড়া এই নয়া রেকর্ডের ফলে ভারতীয় অ্যাথলিটেকের ইতিহাসে নিঃসন্দেহে নিজের জায়গা পাকা করলেন ২২ বছরের দৌঁড়বিদ ভি.কে বিস্ময়া।

   

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...