চলতি এশিয়ান গেমসের মঞ্চে একের পর এক পদক আসছে ভারতের ঝুলিতে। ভারতীয় শ্যুটারদের মধ্যে দেখা যাচ্ছে এক অন্যরকম মেজাজ ৷ এবার, পঞ্চম দিনটা শুরু হল এক সুখবর। ফের ভারতের ঝুলিতে যোগ হল সোনা৷
ভারতীয় পুরুষ শ্যুটারদের দলগত ১০মি এয়ার পিস্তল ইভেন্টে সোনা পেল৷ ১০ মিটার এয়ার পিস্তলে অর্জুন চিমা, সরবজিৎ সিং এবং শিবা নরওয়াল দলগত ভাবে দারুন খেলে সোনার পদকটি ছিনিয়ে নিয়েছেন। এই নিয়ে ষষ্ঠ সোনা এল ভারতে ৷
এই ইভেন্টের ফাইনালে মোট ৬টি রাউন্ড থাকে। প্রতি রাউন্ডে তিনজন শ্যুটার একটি করে শ্যুট করতে পারেন। সেখানেই ভারতের শিবা স্কোর করেন ৫৭৬ । অর্জুন স্কোর করেন ৫৭৮। সরবজিৎ স্কোর করেন ৫৮০।
ভারতের সম্মিলিত স্কোর হল ১৭৩৪। দ্বিতীয় স্থানে চিন শেষ করে ১৭৩৩ পয়েন্টে এবং ১৭৩০ পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ জেতে ভিয়েতনাম। অর্জুন ও সরবজিৎ ব্যক্তিগত বিভাগেরও ফাইনালে পৌঁছেছেন৷
অন্যদিকে, আশা জাগিয়েও উশুতে রুপো নিয়েই ফিরতে হল ভারতকে৷ ভারতের রশবিনা দেবী নাওরেম ফাইনালে চিনের প্রতিপক্ষ উও জিওয়েইরে কাছে হেরে দ্বিতীয় স্থান অর্জন করলেন। ৬০ কেজি বিভাগে থেকে রুপো অর্জন করলেন তিনি।
এদিকে, পিভি সিন্ধু মঙ্গোলিয়ার প্রতিপক্ষ, মায়াগামস্তেরেন গানবাটারকে হারিয়ে এশিয়ান গেমসে অভিযান শুরু করলেন৷ ব্যাডমিন্টন খেলার ফল হল ২১-২, ২১-৩৷ এটাই ছিল তাঁর প্রথম মহিলাদের ব্যাডমিন্টনে গেম৷ অন্যদিকে, অস্মিতা চালিহাও সহজভাবে খেরলেন ডারখানবাটারকে হারিয়ে অভিযান শুরু করেন৷ সেই খেলার ফল হল ২১-২, ২১-৩ ৷ টাই হয়। সেখানে ২-০ তে এগিয়ে গেল ভারত দল৷