আবারও বিশ্ব চ্যাম্পিয়নশিপে জয়জয়কার ভারতের। বুধবার ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে আয়োজিত শুটিং-বিশ্বকাপে ১০ মিটার এয়ার রাইফেল বিভাগে সোনা জিতলেন ভারতের এলাভেনিল ভালারিভান।
মাত্র ২০ বছর বয়সী এই শ্যুটার কেরিয়ারের শুরুতেই এরকম একটি কৃতিত্ব অর্জন করবেন, তা ভাবতেও পারেননি অনেকে। কিন্তু সিনিয়র লেভেলে বিশ্বকাপ জিতে তিনি সকলকে ভুল প্রমাণিত করলেন। ফাইনালে ২৫১.৭ পয়েন্ট স্কোর করে তিনি সোনা জিতে নেন। পাশাপাশি রুপো জেতেন গ্রেট ব্রিটেন এর সেওনাইড ম্যাকিনটোস এবং ব্রোঞ্জ পদক জেতেন চাইনিজ তাইপেই এর ইং-শিন লিন।
এছাড়াও এই প্রতিযোগীতায় অংশ নিয়েছিলেন ভারতের দুই সিনিয়র শ্যুটার অপূর্বী চান্ডেলা ও অঞ্জুম মৌদগিল। কিন্তু কোয়ালিফাইং রাউন্ডে ৬২৭.৭ পয়েন্ট পেয়ে একাদশ স্থানে শেষ করেন অপূর্বী, অন্যদিকে যথাক্রমে ৬২৯.৪ ও ৬২৯.১ পয়েন্ট পেয়ে ফাইনাল রাউন্ডে পৌছায় এলাভেনিল ও অঞ্জুম। শেষ পর্যন্ত ফাইনালে ১৬৬.৮ পয়েন্ট পেয়ে ষষ্ঠ স্থানে শেষ করেন অঞ্জুম।
তৃতীয় ভারতীয় হিসেবে এলাভেনিল এই ইভেন্টে সোনা জেতেন। এর আগে সোনা জিতেছিলেন অপূর্বী চান্ডেলা ও অঞ্জলি ভগবত। এই জয়ের ফলে বিভিন্ন জায়গা থেকে শুভেচ্ছাবার্তা পাচ্ছেন তিনি। ‘ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া’ এবং ‘স্পোর্টস অথোরিটি অফ ইন্ডিয়া’ নিজেদের টুইটার পেজে প্রশংসায় ভরিয়ে দিয়েছে সদ্য কৈশোর পার হওয়া এই ভারতীয় শ্যুটারের জন্য।