“ইচ্ছে থাকলে উপায় হয়!” এমনই এক প্রচলিত কথা রয়েছে বাংলায়। এবার সেটাই সকলের কাছে প্রমাণ করল দিব্যাংশ।
এশিয়ান গেমসের ফাইনালে একটুর জন্য লক্ষ্যে পৌঁছতে পারেননি তিনি। তবুও হতাশ হলেও হাল ছাড়েননি তিনি। এবার সেই দৃঢ় লক্ষ্যের ফল পেলেন দিব্যাংশ সিংহ পানোয়ার।
এবার বিশ্ব শুটিং প্রতিযোগিতায় ১০ মিটার এয়ার রাইফেল বিভাগে সোনা জিতেছেন তিনি। জানা গিয়েছে যে পয়েন্টের নিরিখে বিশ্বরেকর্ড করেছেন দিব্যাংশ।
এশিয়ান গেমসের ফাইনালে চীনের শেং লিহাও সোনা জিতেছিল। সেখানে তাঁর পয়েন্টস ছিল ২৫৩.৩। এবার সেই পয়েন্টকে ছাপিয়ে এগিয়ে গিয়েছে ভারতের দিব্যাংশ সিংহ পানোয়ার। কাইরোতে হওয়া ফাইনালে ২৫৩.৭ পয়েন্ট স্কোর করেছেন তিনি।
সোনা জিতে সংবাদ মাধ্যমে দিব্যাংশ জানিয়েছেন যে ফাইনালে তিনি আত্মবিশ্বাসী ছিলেন। নিজের টেকনিকের উপর ভরসা রেখেছেন। অনেক দিন ধরে পরিশ্রম করে চলেছেন তিনি। এবার তার ফলই পেলেন।
রাজস্থানের বাসিন্দা দিব্যাংশ। তাঁর পরিবারের কেউ শুটিংয়ের সঙ্গে যুক্ত নন। বাবা অশোক পানোয়ার স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত। ২০১৯ সালে বিশ্ব জুনিয়র শুটিং প্রতিযোগিতায় একের পর এক পদক জিতে প্রথম বার সবার নজরে আসেন দিব্যাংশ। সেখানে রুপো জিতে টোকিয়ো অলিম্পিক্সে একটি জায়গা নিশ্চিত করেন তিনি।
সোনা জিতে দিব্যাংশ বলেন, ‘‘ফাইনালে আমি আত্মবিশ্বাসী ছিলেন। নিজের টেকনিকের উপর ভরসা রেখেছি। অনেক দিন ধরে পরিশ্রম করছি। তার ফল পেলাম।’’
রাজস্থানের বাসিন্দা দিব্যাংশের পরিবারের কেউ শুটিংয়ের সঙ্গে যুক্ত নন। বাবা অশোক পানোয়ার স্বাস্থ্য পরিষেবার পেশায় রয়েছেন ।
২০১৯ সালে বিশ্ব জুনিয়র শুটিং প্রতিযোগিতায় একের পর এক পদক জিতে প্রথমবার সকলের নজরে আসেন দিব্যাংশ। দেখস গিয়েছিল সেখানে রুপো জিতে ছিলেন তিনি। এরপর টোকিয়ো অলিম্পিক্সে একটি জায়গা নিশ্চিত করে নেন জুনিয়র পানোয়ার।
তবে, এশিয়ান গেমস মোটেই ভালো যায়নি দিব্যাংশের। তিনি জানিয়েছেন যে দেশে ফিরেই তিনি খেলা থেকে কয়েক দিনের বিরতি নিয়েছিলেন। এরপর দিব্যাংশের কোচ, দীপক কুমার পরামর্শ দেন তাঁকে। বলেন যোগাসাধনায় মন দিতে। তাই ঋষিকেশ চলে যান দিব্যাংশ। সেখান থেকে ফিরে আবার অনুশীলন শুরু করেন তিনি। আর এরপরেই বিশ্বরেকর্ড করে সোনা জিতলেন আমাদের দিব্যাংশ।
দেখা যাচ্ছে যে জাতীয় ক্রমতালিকায় এখন চতুর্থ স্থানে রয়েছেন দিব্যাংশ। জানা গিয়েছে যে ক্রমতালিকায় থাকা প্রথম পাঁচ শুটার সুযোগ পাবেন প্যারিস অলিম্পিক্সের ট্রায়ালে।
চলতি বছরের শেষের দিকে হবে সেই ট্রায়াল। তাই এবার দিব্যাংশের লক্ষ্য প্যারিস অলিম্পিকসের দিকে। আপাতত তারাই প্রস্তুতি নিচ্ছেন তিনি।