Indian Rupee Value: কোন দেশে ভারতীয় ১ টাকার মূল্য ৫০০ টাকা?

অর্থনৈতিক স্তম্ভ পৃথিবীর সব দেশের ক্ষেত্রেই খুব গুরুত্বপূর্ণ। মানুষ রোজকার জীবনে উপার্জিত অর্থের কারণে সামঞ্জস্য রক্ষা পাচ্ছে সেই দেশের অর্থনীতি। প্রত্যেক এক একটি টাকা খুব মুল্যবান। কিন্তু আপনি কী জানেন, পৃথিবীতে এমনও দেশ রয়েছে যেখানে ভারতীয় মুদ্রার এক টাকার মূল্য ৫০০ টাকা।

 

হাইলাইটসঃ
১। কোন দেশে ভারতীয় ১ টাকার মূল্য ৫০০ টাকা?
২। সেই দেশের অর্থনৈতিক অবস্থা কেমন?
৩। সেই দেশে অর্থের মূল্য এত কম কেন?

 

প্রতিটি দেশের মুদ্রার একটি নির্দিষ্ট মূল্য রয়েছে আন্তর্জাতিক বাজারে। এই মূল্য প্রত্যেক দেশে অর্থনৈতিক অবস্থার উপর নির্ভর করে পরিবর্তিত হয়। যেমন, এক মার্কিন ডলারের মূল্য প্রায় ৮৪ ভারতীয় টাকা। একইভাবে, কুয়েতি এক দিনার ভারতীয় মূল্যতে ২৭৪ টাকা ও পাকিস্তানের এক দিনার ভারতীয় মূল্যতে ২২৩ টাকা।

কিন্তু পৃথিবীতে এমন একটি দেশ আছে যেখানে ১ ভারতীয় রুপি তাদের স্থানীয় মুদ্রায় ৫০০ টাকা। সেই দেশটি হলো ইরান। দীর্ঘদিন ধরে ভারতের সাথে এই দেশের সুসম্পর্ক রয়েছে। ইরান, বিশ্বে অন্যতম তেল উৎপাদনকারী দেশ। কিন্তু মার্কিন নিষেধাজ্ঞার কারণে বর্তমান সময়ে এই দেশ অর্থনৈতিক সংকটে পড়েছে। যার ফলে তাদের মুদ্রার মান প্রচণ্ডভাবে কমে গেছে। বর্তমানে, ১ ভারতীয় রুপির মূল্য ইরানে প্রায় ৫০৭.২২ ইরানি রিয়ালের সমান।

ইরানের অর্থনৈতিক অবস্থা এক সময়ে অনেক উন্নত ছিল। কিন্তু বিগত কয়েক বছরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার ফলে ইরানি রিয়ালের মান দ্রুত নেমে যাচ্ছে। ইরান থেকে অপরিশোধিত তেল কেনার ক্ষেত্রে অনেক দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের ভয়ে পিছিয়ে যাচ্ছে। এর ফলে ইরানের অর্থনীতির অবনতি হচ্ছে। ইরানে ৫ তারা হোটেলে থাকার জন্য প্রতিদিনের খরচ মাত্র ₹৭,০০০, এবং মধ্যম মানের হোটেলে থাকার জন্য খরচ হয় ₹২,০০০-₹৪,০০০। তাই, ইরান ভ্রমণ ভারতীয়দের জন্য বেশ সাশ্রয়ী।

এটা শেয়ার করতে পারো

...

Loading...