রেল স্টেশনে ইঁদুরের জ্বালায় নাজেহাল ভারতীয় রেল।গত তিন বছরে ভারতীয় রেলের চেন্নাই শাখা প্রায় ৫.৮৯ কোটি টাকা ব্যয় করেছে ইঁদুর সামলাতে। সম্প্রতি তথ্যের অধিকার সংক্রান্ত এক রিপোর্টে সামনে এসেছে এই তথ্য। আরটিআই দায়ের করা হয়েছিল ২০১৬ সালের জুলাই মাসে, রেল স্টেশনে ইঁদুরের উৎপাত এবং তার জেরে ব্যয় নিয়ে জানতে চেয়ে। ভারতীয় রেলের চেন্নাই শাখা তার জবাবে এই তথ্য জানিয়েছে।
হিসেবে দেখা যাচ্ছে এক একটি ইঁদুর ধরতে রেল কর্তৃপক্ষকে গড়ে ২২,৩৩৪ টাকা খরচ করতে হয়েছে। মে ২০১৬ থেকে এপ্রিল ২০১৯ পর্যন্ত সময়সীমার মধ্যে।
বেশ কয়েক বছর ধরেই ইঁদুরের কারণে যাত্রী পরিষেবার ক্ষেত্রে সমস্যায় পড়তে হচ্ছে রেল কর্তৃপক্ষকে। ক্ষতিগ্রস্থ হচ্ছে পণ্য পরিবহন পরিষেবাও। রেল গুদামের মজুদও নষ্ট হয়েছে। আতঙ্ক ছড়িয়েছে যাত্রীদের মধ্যেও। ট্রেনের কামরার মধ্যে ইঁদুরের উপদ্রবের কথা জানিয়ে নালিশও এসেছে যাত্রীদের কাছে।
নানা কৌশল প্রয়োগ করা হয়েছে ইঁদুরদের ‘ট্যাকেল’ করতে। কিন্তু সমাধান অধরাই।
চেন্নাই রেল শাখা জানিয়েছে, ২০১৮-২০১৯, এক বছরের মধ্যে ২,৬৩৬ টি ইঁদুর ধরা পড়েছে। তার মধে ১,৭১৫ টি চেন্নাই সেন্ট্রাল, চেন্নাই ইগমোর, চেনাগালপাত্তু জাংশন, তামবারাম, জোলাপেত্তি জাংশন বেশির ভাগই এই সব স্টেশন থেকে। বাকি ৯২১ টি মিলেছে বিভিন্ন রেল কোচিং সেন্টারে ফাঁদ পেতে।