আচ্ছা, আপনি ট্রেন যাত্রা পছন্দ করেন, নাকি ফ্লাইটে করে কোথাও যেতে পছন্দ করেন? আসলে আমাদের এখন এত কাজের চাপ, সঙ্গে সময়ের এত স্বল্পতা, যে ট্রেনের তুলনায় বেশিরভাগ মানুষ ফ্লাইটেই যেতে পছন্দ করেন। ফ্লাইটে আপনি কিছুটা বিনোদনও পান তা অস্বীকার করার উপায় নেই। সুন্দরী এয়ারহোস্টেস -এর পাশাপাশি থাকে আপনার জন্য সিনেমা দেখার ব্যবস্থা আপনার সিটের ঠিক সামনেই। আপনি, আপনার পছন্দ মতো ছবি দেখতে পারেন, সেই মনিটরে। তবে অনেকেই আছেন, যাঁরা ট্রেনে একটু আয়েশ করে যাতায়াত করতে ভালোবাসেন। তাঁদের জন্য সুখবর আনলো রেল।
স্টেশনে অনেকদিন আগে থেকেই ফ্রি ওয়াই-ফাই পরিষেবা চালু রয়েছে। এখন আর একটু ভাবনা চিন্তা করে ট্রেনে বা প্ল্যাটফর্মে বসে সিনেমা দেখার বন্দোবস্ত করতে চলেছে রেল। সম্প্রতি রেলমন্ত্রী পীযুষ গোয়েল এই ঘোষণা করেছেন। তিনি ট্যুইট করে লিখেছেন, 'যাত্রীদের আশা করি পছন্দ হবে। এ বার থেকে প্ল্যাটফর্ম কিংবা ট্রেনে বসেই সিনেমা, সিরিয়াল অথবা পছন্দের শো দেখতে পাবেন যাত্রীরা'। যে সংস্থা এই পরিষেবা দেবে, তার নাম হল 'রেলটেল'। যে সংস্থা স্টেশনে ওয়াই-ফাই দিয়ে থাকে, তারাই এই দায়িত্ব নিচ্ছে বলে খবর। পছন্দের সিরিয়াল, সিনেমা কিংবা গান স্ট্রিমিং করতে পারবেন যাত্রীরা। বিভিন্ন ভাষায় এইসব শো হবে, তাই যার যেটা পছন্দ, তিনি সেই ভাষায় দেখতে পারবেন। যখন খুশি, যতক্ষন খুশি সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে এই পরিষেবা।
Passengers will love this!
— Piyush Goyal (@PiyushGoyal) August 1, 2019
Soon, stream your favourite movies, shows and music on trains and stations.https://t.co/AsmKaglyKZ
রেলের তরফে জানানো হয়েছে, 'ইনফ্লাইট এন্টারটেইনমেন্ট সিস্টেম'-এর মতো পরিষেবাই আসতে চলেছে রেলে। কিছুদিন অন্তর সিনেমা, সিরিয়ালে বদল আনা হবে বলেও জানানো হয়েছে রেলের তরফে। ভক্তিগীতি যদি কেউ শুনতে চান, সেই ব্যবস্থাও রাখা হচ্ছে। যাতে যাত্রীদের একঘেয়ে না লাগে, তার ব্যবস্থা করা হচ্ছে। ট্রেন চলাকালীন স্ট্রিমিং করতে সমস্যা হলে, তার উপায়ও রয়েছে। চলন্ত ট্রেনে বাফার ছাড়া ভিডিও স্ট্রিম করার জন্য ট্রেনের কামরাতেই মিডিয়া সার্ভার থাকবে। অবশ্য ভিডিও দেখার সময় বিজ্ঞাপনও দেখতে হবে যাত্রীদের। কারণ এই ভিডিও থেকেই রেলের আয় হবে। প্রসঙ্গত উল্লেখ্য, ইতিমধ্যেই ২০০০ স্টেশনে ফ্রি ওয়াই-ফাই পরিষেবার ব্যবস্থা হয়ে গেছে।
এছাড়াও এখন থেকে এসএমএস-এর মাধ্যমে আপনি ট্রেনের টিকিটের তথা ট্রেনের সম্বন্ধে যাবতীয় কিছু জানতে পারবেন। ট্রেন লেট থাকলেও আপনি খবর পেয়ে যাবেন| রিজার্ভেশন, ক্যানসেলেশন সংক্রান্ত তথ্য় পেয়ে যাবেন আপনি| তাহলে আর কি? তৈরী হয়ে যান, আরামের সঙ্গে বিনোদনের ভরপুর সুবিধা নেওয়ার জন্য।
SMS service से train journey अब हुई और भी सुविधाजनक व सुखद: Railways' SMS service alerts passengers in advance about the change in their booking status, delay or cancellation of trains.
— Piyush Goyal (@PiyushGoyal) August 5, 2019
Watch what all does the service entail and how is it keeping the passengers informed. pic.twitter.com/T4AZkve3nQ