লাইন মেরামতি ও ব্রিজ রক্ষণাবেক্ষণের জন্য প্রায় ১০০ ঘন্টা বন্ধ থাকবে শিয়ালদা-ডানকুনি শাখার ট্রেন চলাচল। রেল কর্তৃপক্ষ ঘোষণা করেছে, বুধবার রাত ১২টা থেকে বন্ধ থাকবে ট্রেন।
রেলের পূর্ব ঘোষণা অনুযায়ী, শিয়ালদহ-ডানকুনি শাখায় বালিঘাট এবং বালিহল্ট স্টেশনের মধ্যে সিসিআর-১৫ সেতুর প্রায় ৯৫ বছরের পুরনো গার্ডার বদল করা হবে। সেই কারণেই বুধবার রাত থেকে সোমবার ভোর চারটে পর্যন্ত টানা ১০০ ঘণ্টা বন্ধ থাকবে ট্রেন চলাচল। এর জেরে বাতিল করা হয়েছে ২২ জোড়া লোকাল ট্রেন। পাশাপাশি, বন্ধ লোকাল এবং দূরপাল্লার ট্রেনও।
দীর্ঘ সময় অবধি লাইনে কাজ চলার কারণে ডানকুনি দিয়ে চলা একাধিক গুরুত্বপূর্ণ এক্সপ্রেসকে নৈহাটি-ব্যান্ডেল শাখা দিয়ে চালানো হবে বলা জানা গিয়েছে। সেগুলির মধ্যে রয়েছে শিয়ালদহ-রাজধানী এক্সপ্রেস, বিকানের দুরন্ত, জম্মু-তাওয়াই এক্সপ্রেস, দার্জিলিং মেল, পদাতিক, কাঞ্চনকন্যা, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের মতো একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন। সে কারণে শিয়ালদহ থেকে কল্যাণী সীমান্ত শাখায় তিন জোড়া এবং নৈহাটি-ব্যান্ডেল শাখায় আট জোড়া লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।
ট্রেন ছাড়াও বালি ব্রিজের দক্ষিণেশ্বর থেকে বালির দিকে আসার রাস্তায় ভারী গাড়ি ও বাস বন্ধ থাকবে। তবে দুই চাকা বাইক এবং তিন চাকা গাড়ি চলাচল করতে পারবে সেই রাস্তা থেকে। দক্ষিণেশ্বরের দিক থেকে যে সমস্ত চার চাকার গাড়ি ভারী যান আসবে তার জন্য নিবেদিতা সেতু ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে হাওড়া সিটি পুলিশের ট্রাফিক বিভাগের তরফ থেকে।