ভারতীয় রেল পরিচ্ছন্নতার ব্যাপারে বেশ কিছু উদ্যোগ নিচ্ছে

ভারতীয় রেল, পরিচ্ছন্নতার ক্ষেত্রে নিজেদের আরও এক ধাপ এগোনোর লক্ষ্যে বেশ কিছু উদ্যোগ নিল। রাজ্য সভায় রেলমন্ত্রী পীযুষ গোয়েল লিখিতভাবে রেলের পরিচ্ছন্নতার ব্যাপারে বিভিন্ন পদক্ষেপ এর উল্লেখ করেন।

                      ১) ট্রেনের প্রতিটা কোচ এবং টয়লেট ট্রেন যাত্রার শুরু স্টেশনে এবং ট্রেন পৌঁছোনর স্টেশনে পরিস্কার করা হবে যান্ত্রিক পরিস্কার মেশিনের সাহায্যে। ২) রেলবোর্ড আলাদাভাবে ট্রেনযাত্রীদের উদ্দেশ্যে ট্রেন পরিস্কার রাখার ব্যাপারে অভিযান চালাবে। ৩) ১০৯০ জোড়া ট্রেনের (রাজধানী, শতাব্দী সহ অন্যান্য দূরপাল্লার মেইল/ এক্সপ্রেস ট্রেন) জন্য অনবোর্ড হাউসকিপিং সার্ভিস (ওবিএইচ) চালু করছে রেল, যার মাধ্যমে ট্রেন চলার সময় দরজার সামনে, প্যাসেঞ্জার কম্পার্টমেন্ট, টয়লেট পরিস্কার রাখা যায়। ৪) ১০৫০ জোড়া ওবিএইচএস ট্রেনের জন্য 'কোচ মিত্র' সার্ভিস চালু করা হচ্ছে। এই পরিষেবার মাধ্যমে ট্রেনের পরিচ্ছনতা, ট্রেনের আলো, এয়ারকন্ডিশনিং এবং ট্রেনের জল সম্পর্কে যাবতীয় সুযোগ সুবিধা দেখা হবে। ৫) ক্লিন ট্রেন স্টেশন স্কিম চালু করা হবে গুরুত্বপূর্ণ স্টপেজে ট্রেনগুলিকে পরিস্কার করার জন্য। ৬) এখন থেকে প্রত্যেকটি নন-েসি কোচেও ডাস্টবিন রাখার বন্দোবস্ত করা হবে, আগে যেটা শুধুমাত্র এসি কোচেই রাখা হত। ৭) এছাড়াও একটি নির্দিষ্ট সময় অন্তর প্রফেশনাল সংস্থাকে দিয়ে কোচগুলির পেস্ট-কন্ট্রোল করানোর ব্যবস্থা হবে।

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...