প্ল্যাটফর্মের টিকিট পেয়ে যাবেন এবারে বিনামূল্যে

এবারে বিনামূল্যে পেয়ে যাবেন প্ল্যাটফর্মের টিকিট। তবে তার জন্য আপনাকে শারীরিকভাবে ফিট থাকতে হবে। ভারতীয় রেলের ট্যুইটারে এমনই একটি ঘোষণা করেছেন রেলমন্ত্রী পীযুষ গোয়েল। তার জন্য মাত্র ৩০ বার স্কোয়াট করতে হবে। নিয়মিত যাঁরা জিমে যান তাঁরা জানেন, স্কোয়াট অনেকটা ওঠবোস ধরণের ব্যায়াম।

             নতুন দিল্লির আনন্দ বিহার রেল স্টেশনে ইতিমধ্যেই বসানো হয়েছে স্কোয়াট মেশিন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 'ফিট ইন্ডিয়া' প্রকল্পের আওতায় এই উদ্যোগ নিয়েছে ভারতীয় রেল। সাশ্রয় হবে ১০ টাকাসকাল, বিকেল, রাত যে কোনও সময়েই এই ব্যবস্থা থাকবে। ৩ মিনিটে ৩০ স্কোয়াট করলেই পাওয়া যাবে প্ল্যাটফর্ম টিকিট বিনামূল্যে। ২৮টা স্কোয়াট হয়ে গেলেই মেশিনের ভেতর টিকিট ছাপা শুরু হয়ে যাচ্ছে। বলাই বাহুল্য ভারতীয় রেলের এই উদ্যোগের ফলে সাধারণ মানুষের মধ্যে শরীর চর্চার প্রতি আগ্রহ আরও বেড়ে যাবে। রেলমন্ত্রী এই সংক্রান্ত একটি ভিডিও শেয়ার করেছেন। তাঁর শেয়ার করা ভিডিওটিতে ইতিম্যেই প্রচুর মানুষ দেখে ফেলেছেন এবং সকলেই প্রায় প্রশংসায় পঞ্চমুখ। ভারতীয় রেলের এমন উদ্যোগে উচ্ছাস প্রকাশ করেছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরণ রিজিজুও।

                            

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...