এ বছর স্বাধীনতা দিবসের দিন ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেছিলেন, দেশে একবার ব্যবহৃত প্লাস্টিক বন্ধ করতে হবে। এই কর্মসূচিকে সামনে রেখে সংসদেও প্লাস্টিকের ব্যবহার সম্প্রতি রদ করা হয়েছে। মঙ্গলবার থেকে লোকসভায় সমস্ত রকম জিনিসের ক্ষেত্রে প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। সাংসদদের বলা হয়েছে, বায়োডিগ্রেডেবল সামগ্রী ব্যবহার করার কথা। এর পাশাপাশি ভারতীয় রেল কর্তৃপক্ষ আগামী ২অক্টোবরের মধ্যে প্লাস্টিকের ব্যবহার বন্ধে কড়া পদক্ষেপ নিয়েছে বলে জানা গেছে রেল মন্ত্রক থেকে। প্ল্যাটফর্ম, প্যান্ট্রি কার এমনকি ট্রেনের ভেতরে-বাইরে কোনো জায়গাতেই প্লাস্টিক ব্যবহার করা যাবেনা। আইআরসিটিসি -কে এমনই নির্দেশ দেওয়া হয়েছে রেল মন্ত্রকের তরফ থেকে।
এই নির্দেশ পাওয়ার পর থেকেই জোর কদমে নির্দেশ পালনে সতর্কতা শুরু হয়ে যায় আইআরসিটিসি-র কর্মীদের মধ্যে। রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান ভি কে যাদব ব্যক্তিগতভাবে ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার এবং রেলের শীর্ষ আধিকারিকদের এই ব্যাপারে মেসেজ পাঠিয়েছেন। তিনি জানান, রেলের তরফে বড় ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। জিএম, ডিআরএম, রেলের অন্যান্য শীর্ষ আধিকারিক থেকে গ্রূপ ফোর স্টাফ, সকলকেই স্টেশনগুলোতে নজরদারি রাখতে বলা হয়েছে।
৫০ মাইক্রোণের কম প্লাস্টিকের ব্যবহার নিয়ন্ত্রণ করতে রেল অভিযান শুরু করেছে। রেলের সব জোনে এই ধরণের প্লাস্টিক ব্যবহার বন্ধ করতে হবে। প্যান্ট্রি কার থেকে যে খাবার যাত্রীদের পাঠানো হয়, সেখানে প্লাস্টিক ব্যবহার করা চলবেনা। ট্রেনে যাত্রীরাও যাতে প্লাস্টিক নিয়ে যাতায়াত না করেন, সেদিকে খেয়াল রাখতে হবে রেল কর্মীদের। খালি জলের বোতল ইতস্তত ছড়ানো দেখলেই জরিমানা করা হবে।
Ministry of Railways has directed all Railway units to enforce ban on single-use plastic material, with less than 50 micron thickness from 2nd October, 2019.
— PIB India (@PIB_India) August 21, 2019
Read here: https://t.co/DXhZ1Mykvl pic.twitter.com/f5MkUwDwny