আসছে বিলাসবহুল ক্যাপসুল হোটেল

নতুন একটি ব্যাপার ঘটতে চলেছে ভারতীয় রেলে। বহুদিন থেকেই ভারতীয় রেল যাত্রীদের আরামদায়ক পরিষেবা দিতে তৎপর হয়ে উঠেছে। বিভিন্ন রকম রেল কামরা তৈরী হচ্ছে, যাতে যাত্রীরা স্বাচ্ছন্দ আরো বেশি পায়। রেলের অন্দর সজ্জাতেও আসছে নিত্য নতুন চমক। কিন্তু সেই ট্রেন ধরতে আমাদের অপেক্ষা করতে হয় রেলের নিজস্ব ওয়েটিং রুমে। সেখানকার অবস্থা কিন্তু বদলানো হচ্ছেনা। ফলে যাঁরা বিলাসবহুল ট্রেনের কামরায় বেড়াতে যাচ্ছেন, তারাই যখন ওয়েটিং রুম-এ সময় কাটাচ্ছেন, তখন সেই মান্ধাতার আমলের পরিষেবা পাচ্ছেন। মাঝে মাঝেই ভুরি ভুরি অভিযোগ জমা পড়ছে রেলের দফতরে। ট্রেনের জন্য অপেক্ষা করা যাত্রীদের জন্য এবারে ক্যাপসুল হোটেল আনতে চলেছে আইআরসিটিসি। ওয়েটিং রুম-এর পরিবর্তেই আসতে চলেছে ৩০টি ক্যাপসুলের হোটেল। এক-একটি ক্যাপসুলের জন্য ৭-৮ ঘন্টা বিশ্রাম করতে পারবেন যাত্রীরা। প্রতিটি ক্যাপসুল ৫-৭ ফুটের হবে। তার ভেতরে লাইট কন্ট্রোলার, ওয়াই-ফাই, ছোট্ট টিভি স্ক্রিন, লকার এবং ইউএসবি পোর্ট থাকবে। নিজে থেকেই ক্যাপসুলের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারবেন যাত্রীরা। প্রসঙ্গত উল্লেখ্য, রেলে প্রথম ক্যাপসুল কক্ষের সূচনা করেছিল জাপান। পরবর্তীতে তা ইউরোপিয়ান দেশগুলোতেও চালু হয়। এক জাতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী শীঘ্রই সেন্ট্রাল মুম্বই-এ এমন উদ্যোগ দেখা যেতে পারে। সেইমত পশ্চিম রেলওয়ের কাছে প্রস্তাব জমা পড়েছে। সফল হলে ধীরে ধীরে অন্যান্য বড় স্টেশনগুলিতেও এই ধরনের ক্যাপসুলের ব্যবস্থা করা হবে বলে জানা যাচ্ছে।

এভাবে ভারতীয় রেলে নতুন ভাবে আসতে চলেছে প্রতীক্ষালয়। আশা করা হচ্ছে এই রকম প্রতীক্ষালয় যথেষ্টই সফল হবে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...