ভারতীয় ডাকের নতুন পরিষেবা, ঘরে বসেই তোলা যাবে টাকা, পোস্টম্যানও ফিরছে এক নতুন ভূমিকায়

বিজ্ঞান ও প্রযুক্তি মানুষের জীবনযাত্রাকে করেছে সহজতর। এটি একাধারে যেমন গোটা বিশ্বকে এনে দেয় মানুষের মুঠোর মধ্যে তেমনি বিভিন্ন ধরনের পরিষেবা সময়ের সাশ্রয় করে মানুষের ব্যস্ত জীবনে এনে দেয় গতি। প্রযুক্তির জয়যাত্রা তাই সর্বত্র। আর এবার আর এক নতুন পরিষেবা চালু করতে চলেছে ভারতীয় ডাক যার নাম এ.ই.পি.এস বা আধার এনাবেলড পেমেন্ট সিস্টেম পরিষেবা। কি এই নতুন পরিষেবা?

প্রথমে মানুষকে টাকা তুলতে গেলে অন্তত ব্যাঙ্ক অবধি যেতে হত, তারপর প্রযুক্তির হাত ধরে এল এ.টি.এম বা অটোমেটেড টেলার মেশিন যা আমাদের দৈনন্দিন জীবনের একটা অপরিহার্য অঙ্গ হয়ে উঠেছে বর্তমানে। তবে এখন আর এ.টি.এম অবধিও নয়, একাউন্ট থেকে টাকা তোলার পরিষেবা এবার ঘরে বসেই পাবেন গ্রাহকরা। ব্যস্ততার মুহূর্তে লাইনে দাঁড়িয়ে আর ভোগান্তির স্বীকার হতে হবে না মানুষদের। ভারতীয় ডাকের উদ্যোগে এবার এ.টি.এম পৌঁছে যাবে হাতের কাছে। আর এই পরিষেবার জন্যই এ.ই.পি.এস।

এই মাস থেকেই পরিষেবা চালু হবে বলে জানা গেছে। বাড়িতে টাকা পৌঁছে দেয়ার জন্য থাকবে পোস্টম্যান আর তাদের সঙ্গে থাকবে একটি করে যন্ত্র যার সাহায্যে টাকা তোলা যাবে অনায়াসেই। তবে ব্যাঙ্ক একাউন্ট এর সঙ্গে আধার লিঙ্কড থাকলে তবেই এই পরিষেবার সুযোগ পাবেন গ্রাহক। তাদের আধার কার্ড ব্যবহার করে ও আঙুলের ছাপ দিয়েই তুলতে পারবেন টাকা। যে কোনো ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলেই এ.ই.পি.এস পরিষেবা পাবেন সাধারণ মানুষ।

 

ডাকঘরে এসে টাকা তুললে কোনো চার্জ লাগবে না, তবে বাড়িতে বসে এই পরিষেবা পাওয়ার জন্য এক্সট্রা ২৫টাকা চার্জ দিতে হবে। এটিএম চার্জ বাবদ সংশ্লিষ্ট ব্যাঙ্কের যা নিয়ম তা কার্যকর থাকবে।  ডাকঘর সূত্রে খবর মূলত গ্রামের মানুষের সুবিধার জন্যই এই পরিষেবা আনতে চলেছে ইন্ডিয়া পোস্ট, কারণ তাদের টাকা তোলার জন্য এখনো ব্যাঙ্ক অবধি যেতে হয়। তবে শুধু গ্রামবাসী নয় শহরবাসীরাও এই সুবিধা পাবেন। ইন্টারনেট, মেইল, এটিএম -এই সব কিছুর উপস্থিতি সত্বেও পোস্টম্যান মানুষের জীবনে ফিরে আসছে এক নতুন ভূমিকায় অন্য এক গুরুদায়িত্ব নিয়ে। এই পরিষেবা মানুষকে আরো সুযোগ-সুবিধা এনে দেবে তা নিয়েই আশাবাদী সকলে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...