মা হাসপাতালে ভর্তির খবর পেয়েও মাঠে নেমে সেরাটা দেওয়ার চেষ্টা করেন ভারতীয় পেসার শামি!

গত রবিবার বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামার কিছু ঘণ্টা আগেই মায়ের অসুস্থতার খবর পেয়েছিলেন ভারতীয় পেসার মহম্মদ শামি। কিন্তু সেটা ভুলে ফাইনালে খেলতে নেমেছিলেন তিনি। বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরেছে ভারত দল।

প্রতিযোগিতা শেষ হওয়ার পরেই একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের দ্বারা শামির মায়ের অসুস্থতার খবর জানা গিয়েছে।

রিপোর্ট থেকে জানা গিয়েছে যে রবিবার সকাল থেকেই অসুস্থ ছিলেন শামির মা অঞ্জুম আরা। তাঁর জ্বর হয়েছিল। পরবর্তীকালে শারীরিক অবস্থা অবনতি হতে থাকায় হাসপাতালে ভর্তি করাতে হয় তাঁকে। তারপরেই খবর দেওয়া হয় ছেলে শামিকে।

CRICKET-WORLDCUP-IND-AUS--869_1700461474543_1700461511759_11zon

সেই সময় ভারতীয় বোলার ফাইনালের প্রস্তুতি সারছেন। মায়ের অসুস্থতার খবর পেয়েও মাঠে নামেন তিনি। নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেন তিনি, কিন্তু শেষ পর্যন্ত পারলেন না। হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় শামি সহ গোটা দলকে।

তবে, এখন শামির মা কেমন আছেন কিংবা হাসপাতাল থেকে তাঁকে ছাড়া হয়েছে কিনা, এখনও সেইসব বিষয়ে কিছুই জানা যায়নি। 

এইবছরের বিশ্বকাপে ভারতের সব থেকে সফল বোলার হল মহম্মদ শামি। বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারি তিনি। মাত্র ৭ ম্যাচ খেলে তিনি ২৪টি উইকেট নিয়েছেন। এর আগে এক বিশ্বকাপে ভারতের হয়ে সব থেকে বেশি উইকেট নিয়েছিলেন জাহির খান। কিন্তু তাঁকে ছাপিয়ে গিয়েছেন বর্তমানের শামি।

চলতি বিশ্বকাপে এই ভারতীয় পেসার একাই তিনটি ম্যাচে পাঁচ বা তার বেশি উইকেট নিয়েছেন। নিউ জিল্যান্ডের সাথে সেমিফাইনালে অসাধারণ পার্ফরমেন্স করেন তিনি। ৭ উইকেট নিয়ে বাজিমাত করে দেয়। ফাইনালেও শুরুটা ভাল করেছিলেন। কিন্তু শেষটা মনের মতন করতে পারলেন না শামি। একসাথে দুই কষ্ট মেনে নিতে পারছেন না কিছুই!  

এটা শেয়ার করতে পারো

...

Loading...